Entertainment news - গোসলের নগ্ন দৃশ্য ফাঁস : বিতর্কে নায়িকা

image_189461.hansika 
প্রীতি জিনতা, রাধিকা আপটের পর এবার হানসিকা মতওয়ানির গোসলের নগ্ন ভিডিও ফাঁস হয়েছে। ফের বলিউড অভিনেত্রীর চূড়ান্ত ব্যক্তিগত মুহূর্তের নকল ছবি ছড়াল ইন্টারনেটে। শিশু শিল্পী হিসেবে বলিউডে অনেক আগে থেকেই পরিচিত মুখ হানসিকা। নায়িকা হিসেবে প্রথম ছবি ‘আপ কা সুরুর’। সম্প্রতি হানসিকার লুক-আ-লাইকের গোসলের নগ্ন দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এই নিয়ে বেশ কয়েক বার বলিউড অভিনেত্রীদের ব্যক্তিগত মুহূর্তের নকল ছবি ছড়ানোয়, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
সূত্রে খবর, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ প্রায় সব সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছে হংসিকার লুক এ লাইকের গোসলের দৃশ্য। ভিডিওটি এমন ভাবে শ্যুট করা হয়েছে, যে বোঝাই যাচ্ছে কেউ বা কয়েক জন অভিনেত্রীকে হেনস্থা করার জন্যই খুব পরিকল্পনা মাফিক এই কাজ করেছে। বিষয়টির অবিলম্বে তদন্ত শুরু করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে আর্জি জানানো হয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts