মালদ্বীপের বিরোধীনেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী মামলায় রবিবার তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বার্তা সংস্থা এপির সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা
হয়, প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে এক বিচারককে গ্রেফতারের হুকুম
দিয়েছিলেন নাশিদ।
২০০৮ সালে নাশিদ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি।
নাশিদ অবশ্য দাবি করেন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তার বিরুদ্ধে
বিদ্রোহ করেছিল। রাজধানী মালেতে তার দলের প্রধান কার্যালয় দখল করে নিয়েছিল
সেনাবাহিনী। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
নাশিদের স্থলাভিষিক্ত হন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মানিক। নাশিদের
সময়কালে ভাইস প্রেসিডেন্ট থাকা ওয়াহিদ হাসান দাবি করেছেন, বিচারককে
গ্রেফতারের আদেশ দেওয়ার পরই জনগণ নাশিদের পতন ঘটাতে রাস্তায় নেমে আসে।
সেই জনবিক্ষোভের মুখে পড়ে নিজ থেকেই পদত্যাগ করেছিলেন নাশিদ।