Home decoration news - সবুজ ছোঁয়ার আমন্ত্রণ

ছবি: নকশাছোট বারান্দাতেও তৈরি করে ফেলা যায় সবুজের স্নিগ্ধ আয়োজন। ছবি: নকশা


     










শহরজুড়ে গাছপালা কমে যাওয়ায় গরম জেঁকে বসেছে চার দেয়ালের ভেতরে। এদিকে আবার শহুরে ফ্ল্যাটবাড়ির অনেক বাসাতেই জানালা খোলার জায়গা বা ফুরসত মেলে না। গরমের এই কটা দিন শীতল পরশ পেতে ঘরের বারান্দায় একচিলতে সবুজের আয়োজন করা যেতে পারে, যাতে আসবে প্রশান্তির আমেজ। প্রকৃতির সান্নিধ্যে শীতল পরিবেশে জমে উঠতে পারে সন্ধ্যাকালীন আড্ডা আর অতিথি অ্যাপায়ন।
অন্দরসাজের প্রতিষ্ঠান আ্যাসথেটিকসের সাবিহা কুমু বললেন, ‘এখনকার ফ্ল্যাটবাড়ির বারান্দাগুলো আয়তনে ছোট হওয়ার কারণে টবে গাছ রাখলে তা অনেকটা জায়গা দখল করে নেয়, যে কারণে বারান্দাকে আরও ছোট দেখায়। এ জন্য যাঁদের বাসায় ছোট বারান্দা রয়েছে, তাঁরা জায়গা বাঁচাতে বারান্দার মেঝেতে করতে পারেন কৃত্রিম বাগানের আয়োজন।’ এতে একদিকে যেমন বারান্দার জায়গা বাঁচে, অন্যদিকে বারান্দায় বসেই উপভোগ করা যাবে বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। বারান্দার যে দিকটায় আলো-বাতাস সাবলীলভাবে ঢোকে, সেই স্থানের মেঝেতে সিমেন্টের স্ল্যাব বানিয়ে নিতে পারেন। কৃত্রিম বাগানের জন্য তৈরি এই স্ল্যাবের নকশাটা অর্ধবৃত্তাকার বা পিয়ানোর আকৃতি হলে বেশি ভালো দেখাবে। খেয়াল রাখবেন, স্ল্যাবের দেয়ালের উচ্চতা যাতে এক ফুটের বেশি না হয়। এবার স্ল্যাবের ভেতরের মেঝেতে পলিথিন বিছিয়ে দিন। পলিথিনের ওপর প্রাকৃতিক সার মেশানো মাটিতে লাগাতে পারেন মানিপ্ল্যান্ট, ঘৃতকুমারী, জিনিয়া, পামট্রি, পাতাবাহারের মতো গাছ। চাইলে লাগাতে পারেন দেশি ফল ও ফুলের গাছও। তবে সে ক্ষেত্রে একটু বেশি পরিচর্যার প্রয়োজন হবে। বারান্দাজুড়ে বাগানের আমেজ আনতে দেয়ালজুড়ে করতে পারেন র্যাষ্টিক টাইলসের ব্যবহার। আর যদি বাজেট কম থাকে কিংবা দেয়ালে র্যাষ্টিক টাইলস ব্যবহার করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে দেয়ালগুলোতে ঝুলিয়ে দিতে পারেন বাঁশের চিক। বারান্দায় বসার আয়োজনে হোগলা পাতার চেয়ার ব্যবহার করতে পারেন। মেঝেতে বসতে চাইলে বিছিয়ে দিতে পারেন শতরঞ্জি। বারান্দাটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে কোনার সামনে আর পেছনে ফুলের গাছ রেখে তার মাঝে নিচু নকশার টেবিলে রাখতে পারেন হোগলা পাতার জগ, ফুলদানি আর মাটির ফোয়ারা। বারান্দা-বাগান সাজাতে গাছপালার পাশাপাশি প্রকৃতি থেকে সরাসরি নেওয়া উপাদানগুলো ব্যবহার করা ভালো। এতে বারান্দাটাকে আর বদ্ধ কোনো জায়গা মনে হবে না বলে জানালেন সাবিহা কুমু।
রাতের বেলায় বারান্দায় বসার জন্য আলাদা করে আলোকসজ্জা করার কোনো প্রয়োজন নেই। আলোর জন্য বারান্দার গাছগুলোর মাঝে মাটির তৈরি ল্যাম্পশেডের ওপরে বসিয়ে দিন মাটির কলসিতে তৈরি পানির ফোয়ারা। চাইলে ল্যাম্পশেডের ওপর ফোয়ারার পরিবর্তে শখের হাঁড়িও রাখতে পারেন। সবুজ গাছগুলোর ওপর মাটির ফোয়ারা থেকে পড়া পানির শব্দে কিছুটা হলেও মিলবে স্বস্তির পরশ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts