Home decoration news - গরমে শীতলঘর

ঘর ঠান্ডা রাখতে বারান্দায় গাছ রাখতে হবে। ছবি: অধুনা

     
বাইরে প্রখর রোদ। মনে হয় ঘরে বসে থাকলে হয়তো দুদণ্ড শান্তি মিলবে। কিন্তু ঘরে গিয়ে দেখেন সেখানেও শান্তি নেই। লোডশেডিং আর রোদের কারণে বাড়ি গরম হয়ে থাকে। তাহলে কীভাবে মিলবে আরাম।
ঘর শীতল রাখার বিষয়টি বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময়ই খেয়াল রাখতে হবে। বাড়ি বা ফ্ল্যাট উত্তর-দক্ষিণ দিক করে তৈরি করতে হবে। কেননা, দক্ষিণ দিক থেকে বাতাস ঢুকে উত্তর দিক দিয়ে বের হবে। সে সঙ্গে গরমকেও নিয়ে যাবে। হয়তো কোনো বাড়িতে ভাড়া থাকেন। সেটি পশ্চিম দিকে তৈরি করা। তাহলে সূর্যের আলো যেন কম প্রবেশ করে সে ব্যবস্থা করতে হবে।হালকা রঙের ভারী পর্দা ব্যবহার করতে পারেন।বড় বড় জানালা রাখা প্রয়োজন।বাড়িতে যত বাড়তি জিনিস ও আসবাবপত্র কম রাখা যায় ততই ভালো।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরীন চৌধুরী বলেন, ঘর শীতল রাখতে ঘরের সঙ্গে বারান্দায় গাছ রাখতে হবে। এতে রোদের তাপ গাছ শোষণ করবে। ঘর ঠান্ডা থাকবে। শুধু তাই নয়, ঘরের ভেতরেও রাখতে পারেন নানা আকারের গাছ।
আরও কিছু পরামর্শ—
 যাঁরা ছাদের নিচের তলায় থাকেন, তাঁদের বাসায় অন্যদের তুলনায় গরম বেশি থাকে। তাঁরা সম্ভব হলে আরেকটি জলছাদ তৈরি করে নিতে পারেন। এ ছাড়া ছাদে বাগান করলেও তাপ সরাসরি ঘরে আসবে না।
 ঘরোয়া পদ্ধতিতেও আপনি রাখতে পারেন ঘর ঠান্ডা। মাটির চাড়িতে পানি ভরে ঘরে রেখে দিলে ঘর ঠান্ডা থাকবে।
 ঘরের পর্দা ভিজিয়ে, তোয়ালে বা পাটের বস্তা ভিজিয়ে জানালায় রাখলে ঘর ঠান্ডা থাকে।
 বাড়িতে যতটা সম্ভব বাতি নিভিয়ে রাখা।
 রাত পর্যন্ত বাড়ির জানালা খুলে রাখা যেতে পারে।
 যতটা সম্ভব স্টোভের চুলা এড়িয়ে চলা। এ ছাড়া তাপ উৎপন্ন হয় এমন যন্ত্র ব্যবহার না করা। এতে ঘর গরম হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts