Beauty care news - আবার আইলাইনার

মডেল: মেঘলামডেল: সাফা কবীর

     
 







ক্লিওপেট্রার সাজে এলিজাবেথ টেইলরের চোখের সাজ তো মেকআপের জগতে কিংবদন্তির মর্যাদাই পেয়ে গেছে। চোখের পাতার বাইরেও টেনে আইলাইনার লাগানোর এ চলকে পরে আরও জনপ্রিয় করেন অড্রে হেপবার্ন। ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের নায়িকাদের চোখের সাজ বলতেই মনে আসে এ কথা। থিমভিত্তিক সাজে এ স্টাইল খুবই জনপ্রিয়তা পায়। মাঝে কিছুদিন চোখের তুলনায় ঠোঁটের সাজটাই প্রাধান্য পেত। তবে ইদানীং আবার চলছে এমন চোখের সাজ। ক্যাট, উইংগড, ফেলাইন আই নানা নামেই বোঝানো যায় একে।

 
জেনে নিন ক্যাট আইলাইনার পরার জন্য প্রয়োজন হবে তরল অথবা জেল লাইনারগুলো, যা দিয়ে সরু তুলির সাহায্যে ইচ্ছেমতো লাইন আঁকা যায়। পেনসিল লাইনার দিয়েও ক্যাট আইলাইন আঁকা যায়, তবে তা সে রকম সূক্ষ্ম হয় না। আর দিন শেষে পেনসিল লাইনার ছড়িয়ে পড়ার বা মুছে যাওয়ার আশঙ্কা থাকে।
 লাইনারে বেছে নিন খুব গাঢ় কালো অথবা বাদামি রংগুলো, কারণ তা মেকআপে ফুটে ওঠে বেশি। কিন্তু সাজের প্রয়োজনে আপনি যেকোনো রঙের লাইনার ব্যবহার করতে পারেন। যেমন নীল বা সবুজ।
 ক্যাট আইলাইনার পরার জন্য খুবই সরু, ছোট ও গোল তুলির ব্রাশ সবচেয়ে ভালো। অনেকে ব্যবহারের সুবিধা ও অভ্যাস অনুযায়ী কোণাকৃতি ছোট, চ্যাপটা ব্রাশও ব্যবহার করতে পছন্দ করেন। চাইলে আপনি সাধারণ রংতুলির শূন্য আকারের ব্রাশও ব্যবহার করতে পারেন।
 অনেকেই কোনো রকম আই মেকআপ ছাড়াই শুধু লাইনার পরতে পছন্দ করেন। আই মেকআপ করতে না চাইলে ত্বকের রঙের চেয়ে দুই শেড গাঢ় নিউট্রাল রঙের শ্যাডো (যেমন: বাদামি, বিজ) পুরোটা চোখের পাতায় লাগিয়ে নিন, তারপর লাইনার পরুন। সঙ্গে ভ্রুর নিচটা হাইলাইট করুন আর সবশেষে মাসকারা পরে নিন।
 ক্যাট আইলাইনার আঁকার শুরুটা করুন চোখের পাতার মাঝ থেকে। তারপর পর্যায়ক্রমে চোখের পাপড়ির কোল ঘেঁষে বাইরের ও ভেতরের দিকে ভরাট করুন। প্রথমে চিকন লাইন টানুন, তারপর পছন্দমতো লাইন মোটা করতে পারেন। চোখের বাইরের কোনা থেকে ভ্রুর শেষটাকে নির্দিষ্ট করে কিছুটা বাঁকিয়ে ঊর্ধ্বগামীভাবে লাইন করুন। চোখের বাইরের লাইন ঠিক কতটা বড় বা ছোট হবে তা আপনার পছন্দের ওপর নির্ভর করবে। আর লাইন ঊর্ধ্বগামী করার কারণ হলো চোখকে কিছুটা বড় ও টানা টানা দেখানো।
মডেল: মিথিলা 
 লাইনার পরার সময় খেয়াল রাখবেন যাতে বাইরের বাড়তি লাইনের দৈর্ঘ্য দুই চোখেই যতটা সম্ভব সমান হয়। চোখের গভীরতা বাড়াতে চাইলে চোখের মাঝবরাবর লাইন একটু মোটা করে আঁকুন। আপনার চোখ যদি ছোট হয় তাহলে চোখের ভেতরের কোলে সাদা অথবা নিউট্রাল রঙের লাইনার পরতে পারেন, তাতে চোখ আরও খোলা মনে হবে।
 এক পরত লাইনার পরার পর একই রঙের আইশ্যাডো ঠিক লাইনটার ওপর বুলিয়ে তার ওপর আরেক পরত লাইনার লাগান। তাতে করে লাইনারের রং আরও গাঢ় লাগবে এবং এর স্থায়িত্বও বাড়বে।
 ক্যাট আই মেকআপে আইলাইনার পরার চল শুধু চোখের ওপরের পাতায়, চোখের নিচে নয়। অবশ্য অনেকেই এখন চোখের নিচের লাইন ও ওপরের লাইন মিলিয়ে পরতে বা নিচটা স্মোকি করে পরতে পছন্দ করেন। যেভাবেই পরুন না কেন ধারালো ও দৃশ্যমান লাইন হলো ক্যাট আইলাইনারের মূল বৈশিষ্ট্য। এভাবে আইলাইনার লাগানোর জন্য অবশ্য প্রয়োজন অভ্যাসের।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts