আমরা এতদিন জেনে আসছি বিজ্ঞানী আইজ্যাক নিউটন গতির তিনটি সূত্র দিয়েছেন।
নিউটনের এই সূত্রের মাধ্যমে আমরা মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানতে পারি।
কিন্তু সবার জানা এবং প্রচলিত সেই সূত্রের বিষয়ে এলো নতুন ব্যাখা। তিনটি
সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটি নাকি নিউটন দেননি! বিজ্ঞানের ছাত্ররা তো
আকাশ থেকে পড়বে!
আকাশ থেকে পড়লেও এই দাবি করেছেন ভারতের গবেষক অজয় শর্মা। তার দাবি এই সূত্রটি বিজ্ঞানী ইউলারের। অজয় শর্মা হিমাচল প্রদেশ সরকারের সহকারি পরিচালক (শিক্ষা)। তার এই গবেষণা চলতি বছর বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘ফিজিক্স এইসেস’ এ প্রকাশিত হয়েছে। শর্মার মতে, নিউটনের সময়ে ‘ত্বরণ’ এর অস্তিত্ব ছিল না। ফলে ওই সময়ে তিনি এধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এমন ধারণাটা বিজ্ঞানসম্মত নয়। শর্মার মতে, ১৭৭৫ সালে ইউলার বল=ভর গুনিতক ত্বরণ সূত্রটি আবিষ্কার করেন। কিন্তু এক অজানা কারণে এই সূত্রটির কৃতিত্ব নিউটনের নিউটনকে দেয়া হয়।
আকাশ থেকে পড়লেও এই দাবি করেছেন ভারতের গবেষক অজয় শর্মা। তার দাবি এই সূত্রটি বিজ্ঞানী ইউলারের। অজয় শর্মা হিমাচল প্রদেশ সরকারের সহকারি পরিচালক (শিক্ষা)। তার এই গবেষণা চলতি বছর বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘ফিজিক্স এইসেস’ এ প্রকাশিত হয়েছে। শর্মার মতে, নিউটনের সময়ে ‘ত্বরণ’ এর অস্তিত্ব ছিল না। ফলে ওই সময়ে তিনি এধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এমন ধারণাটা বিজ্ঞানসম্মত নয়। শর্মার মতে, ১৭৭৫ সালে ইউলার বল=ভর গুনিতক ত্বরণ সূত্রটি আবিষ্কার করেন। কিন্তু এক অজানা কারণে এই সূত্রটির কৃতিত্ব নিউটনের নিউটনকে দেয়া হয়।