Dron now not only dream of Violence - ইন্টারনেটভিত্তিক বৃহত্তম বিক্রেতা প্রতিষ্ঠান আলীবাবা ক্রেতাদের কাছে পণ্য পণ্য পৌঁছাতে ড্রোন


পণ্য পৌঁছাতে ড্রোন


চীনের ইন্টারনেটভিত্তিক বৃহত্তম বিক্রেতা প্রতিষ্ঠান আলীবাবা ক্রেতাদের কাছে পণ্য পৌঁছুতে পরীক্ষামূলকভাবে ড্রোনের ব্যবহার শুরু করেছে। বেইজিং, সাংহাই এবং  গুয়াংজু শহরে তিনদিন ধরে এই পরীক্ষা চলবে। এসময় শুধু বিশেষ ধরনের একটি চায়ের অর্ডার ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। এই তিনদিনে মোট সাড়ে ৪শ’ ক্রেতার কাছে ড্রোনের মাধ্যমে পণ্য যাবে। তবে ড্রোনগুলো আপাতত এক ঘন্টার বেশি দূরত্বে যাবে না।
আলীবাবা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে চুতষ্কোণ ধরণের ড্রোন মহাসগক, গাছপালা, নদী পেরিয়ে ক্রেতাদের বাসস্থানের কাছাকাছি খোলা মাঠে অবতরণ করছে। এর আগে মার্কিন তিনটি প্রতিষ্ঠান আমাজন, গুগল এবং পার্সেল কোম্পানি ইউপিএস পণ্য পৌঁছে দিতে ড্রোনের পরীক্ষা শুরু করে। কিন্তু তারা এখনো পর্যন্ত সরাসরি ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পণ্য সরবরাহ করেনি। কিন্তু এই প্রথম আলীবাবা ক্রেতাদের কাছে ড্রোন দিয়ে পণ্য পাঠাচ্ছে। কুরিয়ার কিংবা পোস্টাল সার্ভিসের বদলে দূর নিয়ন্ত্রিত ড্রোন দিয়ে পণ্য সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা পরীক্ষা চললেও, এর ঝুঁকি নিয়ে এখনো অনেকেই উদ্বিগ্ন
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts