Great Bangladesh go go ahead - বিশ্বের বৃহত্তম সেলফি বাংলাদেশে


বিশ্বের বৃহত্তম সেলফি বাংলাদেশে
 
বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড এখন বাংলাদেরশের। এই সেলফিতে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ১৫১ জন। মাইক্রোসফটের উদ্যোগে বিশ্বের বৃহত্তম সেলফি তোলার এই আয়োজন করা হয়েছিল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। মাইক্রোসফট দাবি করেছে এটাই বিশ্বের বৃহত্তম সেলফি। আয়োজকেরা গিজেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। এর আগে সর্বোচ্চ সংখ্যক মানুষের একসাথে সেলফি তোলার রেকর্ডটি ছিল ২৭৯ জনের। এটি অস্ট্রেলিয়ায় তোলা হয়েছিল।
ঢাকায় এই সেলফি তোলার জন্য ব্যবহার করা হয় মাইক্রোসফট লুমিয়া ৭৩০ স্মার্টফোনের ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts