Video Gmaes going to be Death game - রিমোট নিয়ন্ত্রিত বিমান ‘এয়ারবাস এ-৩৮০’


অনলাইন ডেস্ক০৯ ফেব্রুয়ারী, ২০১৫ ইং ১৫:৪৪ মিঃ
রিমোট নিয়ন্ত্রিত বিমান ‘এয়ারবাস এ-৩৮০’
 
পিটার মাইকেল নামের একজন বিজ্ঞানী বিমানের আদলে একটি রিমোট নিয়ন্ত্রিত  ‘এয়ারবাস এ-৩৮০’ বিমান তৈরি করেছেন। আকাশে উড্ডয়নের সময় বিমানটি রিমোট কন্ট্রোলে চালিত হচ্ছে বলে কেউই মনে করবে না। খবর ডেইলি মেইল’র।
আকাশে উড্ডয়ন এবং অবতরণের জন্য আসল বিমানের মতোই এটি বড় রানওয়ে ব্যবহার করবে। এয়ারক্রাফট ‘এ-৩৮০’ মোট ওজন প্রায় ১৫০ পাউন্ড। প্লেনটিতে চারটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিমানটির জ্বালানি ট্যাঙ্কে প্রায় ১০ লিটার তেল লোড করা যায়। আকাশে উড়তে বিমানটি প্রতি মিনিতে ১.২ লিটার জ্বালানি খরচ করবে।
ভবিষ্যতে যুদ্ধ জাহাজের ডেমো তৈরির ইচ্ছার কথাও জানান পিটার মাইকেল।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts