আইসিসি ক্রিকেট বিশ্ব কাপ উপলক্ষে গুগল তার
সার্চ পেজে একটি ডুডল প্রদর্শন করছে।
ডুডলটিতে পাঁচজন
খেলোয়াড় ও একজন আম্পায়ারকে দেখা যাচ্ছে। এতে একজন আম্পায়ার, একজন বোলার, দুইজন ব্যাটসম্যান, একজন ফিল্ডার ও একজন উইকেট কিপারকে দেখা যাচ্ছে। ছয়জনের প্রত্যেকের
শরীরে গুগল লেখার ছয়টি বর্ণ লেখা
রয়েছে।
এছাড়া, গুগল লোগোটির ওপর ক্লিক করলে সার্চ পেজটিতে খেলার ফিক্সচারসহ নানা তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ
স্থানীয় সময় কয়টায় শুরু হবে সে
তথ্যও দেখা যাচ্ছে
গুগল সার্চ পেজটিতে।