সংসার করাকে কঠিন কাজ মন্তব্য করেছেন
অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘বিয়ে,
সংসার ও সন্তান লালনপালন করা অনেক কঠিন। সব কিছু
ঠিকঠাক চলছে কিনা- তা খেয়াল রাখতে
ব্র্যাড ও আমি
বেসামাল হয়ে যাই।’
সমপ্রতি
অস্ট্রেলিয়ার একটি
ম্যাগাজিনে সাক্ষাত্কারে জোলি এ কথা বলেন। তবে তিনি এও বলেছেন, ‘সংসার যতই কঠিন হোক জোলি-পিট তা ভালোই
উপভোগ করছেন। সন্তানদের আবদার ও চেঁচামেচি তাদের কাছে বিরক্তির
চেয়ে বরং মজাই লাগে।