ক্যাটরিনা কাইফকে হয়তো এ প্রজন্মের সবচাইতে প্রতিভাবান অভিনেত্রী বলা হয় না। কিন্তু বর্তমান সময়ে ক্যাটরিনা কাইফ কোনো ছবিতে থাকা মানেই সেই ছবির সাফল্য অবধারিত। জানা গেছে, গত বছরের মতো আসছে বছরেও সাফল্যের রেশ ধরেই এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।
আর নতুন বছরের নতুন ছবিগুলো নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ক্যাটরিনা নিজেও। ক্যাট বলেন, ‘নতুন বছরে আমার নতুন ছবিগুলো নিয়ে আমি সত্যিই আশাবাদী। বছরের শুরুতেই কয়েকটি ছবির কাজ শুরু হবে। ছবিগুলো হচ্ছে ফিতুর, ফান্টম এবং জাজ্ঞা জাসুস। আসলে ছবিগুলোর গল্পের জন্যই আমি এত আশাবাদী। আমি চেষ্টা করবো আমার সেরা কাজটাই আমার ভক্তদের উপহার দিতে।’
‘ধুম থ্রী’ ছবির এই তারকা আরও বলেন, ‘আমি কখনোই এমন কোনো ছবিতে কাজ করি না যে চরিত্রটি আমার সাথে যায় না। ছবি নির্বাচনের ব্যাপারে আমি যথেষ্ট যত্নশীল। আমি কখনোই পর্দায় দর্শকদের বিরক্তির কারণ হতে চাই না।’
নতুন বছরে রণবীর কাপুরের সাথে তার বিয়ের সম্ভাবনার কথা জানতে চাওয়া হলে অবশ্য মুখ খুলতে নারাজ ক্যাট! তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো কিছু চিন্তা করিনি। এমন কিছু হলে নিশ্চয়ই সবাই জানতে পারবেন