entertainment news - পিকে বয়কটের আহ্বান রামদেবের




পিকে বয়কটের আহ্বান রামদেবের

হিন্দু দেবদেবীদের সমালোচনা করা হয়েছে অভিযোগে আমির খানের পিকেছবিটির সামাজিক বয়কটের ডাক দিলেন যোগগুরু বাবা রামদেব। শুধু সিনেমাটিই নয়, আমির খানের এই ছবিটি তৈরির ক্ষেত্রে যুক্ত প্রতিটি মানুষকেই সমাজ যাতে বয়কট করে তার জন্য আবেদন জানালেন বাবা। এক শিষ্য সুধাকর শেঠির মায়ের বিয়োগের খবর শুনে মুম্বাইতে এসেছিলেন রামদেব। সেখানেই বাবা রামদেব পিকে ছবিটির তীব্র সমালোচনা করেন।

রামদেব বলেন, এই ধরনের ছবি বানানো মানে হিন্দু সংস্কৃতি ও ধর্মকে কালিমালিপ্ত করা। একইসঙ্গে বাবা রামদেব বলেন, ইসলাম ধর্ম নিয়ে বলার আগে লোকে ১০০ বার ভাবে। কিন্তু হিন্দুত্বের প্রশ্ন এলে যে কেউ উঠে যা তা বলতে শুরু করে। এটা অত্যন্ত লজ্জার বিষয়।

তিনি বলেন, এই ধরনের ছবি যারা তৈরি করেন এবং ছবি তৈরিতে অংশ নেন তাদেরকে সমাজের বয়কট করা উচিত। আজকাল অনেকের শখ হয়ে দাঁড়িয়েছে হিন্দু দেবদেবীদের অপমান করা। সাধু মহাত্মাদেরও রেয়াত দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে রবিবার হিন্দু জনজাগ্রুতি সমিতি পিকের প্রশংসা করার জন্য বিজেপির অন্যতম নেতা লালকৃষ্ণ আদবানীর কড়া সমালোচনা করেছে। সমিতির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আদবানীজির মতো একজন ব্যক্তি এই ধরনের ছবির প্রশংসা করছেন। উল্লেখ্য পিকে ছবিটি দেখার পর আদবানী বলেছিলেন, এটি দুর্দান্ত এবং নির্ভীক একটি ছবি
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts