উইন্ডোজ চালিত স্মার্টফোনের জন্য অপারেটিং
সিস্টেমটির পরবর্তী সংস্করণ উইন্ডোজ ১০
প্রিভিউ উন্মুক্ত
করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার থেকে লুমিয়া সিরিজের ৬৩০, ৬৩৫, ৬৩৬,
৬৩৮, ৭৩০ ও ৮৩০ মডেলের স্মার্টফোনগুলোতে টেকনিক্যাল প্রিভিউ ডাউনলোড করা যাচ্ছে।
তবে অন্যান্য মডেলগুলোতে কবে এই আপডেট পাওয়া
যাবে তা জানায়নি মাইক্রোসফট। এর
আগে মাইক্রোসফট
জানিয়েছিল, উইন্ডোজ ৮.১ চালিত সব ফোনেই অপারেটিং
সিস্টেমটির পরবর্তী সংস্করণ ছাড়া হবে।
নতুন সংস্করণে ইন্ট্যারএকটিভ নোটিফিকেশন, স্পিচ-টু-টেক্সট রিকগনিশন, নতুন অ্যাকশন সেন্টার, নতুন ফটো অ্যাপ ইত্যাদি সুবিধাগুলো পাওয়া
যাবে। তবে এর জন্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে
নিবন্ধন করতে হবে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা অপারেটিং
সিস্টেমটির উন্নয়নে মতামত দিতে পারবে। তবে
মাইক্রোসফটের পক্ষ
থেকে প্রিভিউ ভার্সন নিয়ে সতর্ক করে বলা হয়েছে,
'প্রিভিউ সংস্করণটি
নিয়ে এখনও কাজ চলছে। ব্যবহারকারীরা এটি ব্যবহারের সময় কিছু জটিলতার শিকার হতে পারেন