World news - কুকুর যখন ঘোড়ায় সওয়ার

কুকুর যখন ঘোড়ায় সওয়ার
একজন মানুষ এবং একটি কুকুরের বোঝা বহন করা যেমন তেমন কষ্ট নয়। কিন্তু একটি ঘোড়া সেই কাজটি করলো। অথচ সুপারস্টার হয়ে গেল কুকুর। রাশিয়ার একটি কুকুর তার মালিকের সঙ্গে ঘোড়ায় চড়ে এই সুনাম অর্জন করেছে।
ঘোড়ায় চড়লেও কুকুরের অর্জন কিন্তু কম নয়। রাশিয়ার দক্ষিণাঞ্চলের বাসকোরতাস্তানে তিন বছর বয়সী বাদামি বর্ণের কুকুরটি তার মালিকের ঘাড়ে চড়ে নানা ভাব দেখায়। বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করলেও কুকুরটি একটুও হেলে দুলে পড়েনি। বরং খুব মজা করেই মালিকের কাঁধে দুই পা রেখে চড়তে শুরু করে। এরপর কুকুরটি বিভিন্ন দিকে ঘুরতে শুরু করে। আর ঘোড়াটিও যেন কুকুরটিকে সহজেই মেনে নিয়েছিল। একটি বারের জন্যও মনে হয়নি যে কুকুরটি তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এ ঘটনার পর কুকুরটিকে সুপারস্টার উল্লেখ করে অনেকেই কেনার প্রস্তাব দেন। কিন্তু মালিক আইদার ভাগিন বলেন, মনগ্রিল আমার সবচেয়ে ভাল বন্ধু। ওকে অন্তত টাকা দিয়ে কেনা যাবে না

http://www.ittefaq.com.bd/static/version/0.04/images/print.png

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts