National news - ৩৫তম বিসিএস বাছাই পরীক্ষা ৬ মার্চ বেলা ৩টা থেকে ৫টা




৩৫তম বিসিএস বাছাই পরীক্ষা ৬ মার্চ বেলা ৩টা থেকে ৫টা
৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ৬ মার্চেই অনুষ্ঠিত হচ্ছে। তবে সকাল সাড়ে ৯টার পরিবর্তে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা পিছিয়ে ৬ মার্চ সকাল ৯টায় নির্ধারণ করা হয়েছে। এ কারণেই ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমদ। তিনি ইত্তেফাককে বলেন, আগামী ৬ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি, হল ও আসনব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে নিরাপত্তা চেয়েছে পিএসসি। গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন পিএসসির সচিব মো. শাহজাহান আলী মোল্লা। চিঠিতে বলা হয়েছে, ৩৫তম বিসিএসে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবে। বিভিন্ন শহরের ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরীক্ষা হলে পৌঁছানো এবং পরীক্ষা চলাকালে হলগুলোর আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন। ৬ মার্চ দুশ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে এ পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল ৬ ফেব্রুয়ারি। যদিও এর আগে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রেকর্ড দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদন করেন। ৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী। ৩৩তম বিসিএসে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হাজার ৫৯ জন। নতুন নিয়মে এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেয়া হবে।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts