Entertainment news - সালমান খানের জন্মদিনের পার্টিতে--




সালমান খানের জন্মদিনের পার্টিতে--
৪৯ বছরে পা রাখলেন বলিউড সুপার স্টার সালমান খান।
শনিবার সালমানের জন্মদিন উদযাপন উপলক্ষে পার্টিতে বলিউড অঙ্গণের প্রিয়াঙ্কা চোপড়া সোনাক্সি সিনহা, অজয় দেবগন, রিতেশ দেশমুখ উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।
পার্টিতে এসে অভিনেত্রী বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিচালক কারণ জোহরকে মোবাইলে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়।
সালমানের ভাবি অভিনেত্রী মালিকা অ্যারোরা খানকে পার্টিতে মোহিনী রূপময় লাগছিল।
রিয়েলিটিশো বিগবস ৮র উচ্ছেদকৃত অংশগ্রহণকারী ডাইঅ্যান্ড্র সোয়ার্স এবং মিনিশা লাম্বা সালমানের ৪৯তম জন্মবার্ষিকীতে উপস্থিত ছিলেন।
পার্টিতে উপস্থিত ছিলে অভিনেত্রী স্নেহা উল্লাহ এবং মিউজিক কম্পোজার হিমেশ রেশামাইয়া।
নায়িকা সোহা আলী খান তার বাগদত্তা কুনাল খেমুকে নিয়ে পার্টিতে আসেন।
এদিন অভিনেত্রী গৌহর খান, সোফি চৌধুরি এবং সারভিন চাওলা নিজেদের পছন্দের রঙ কালো পোশাকে পার্টিতে উপস্থিত ছিলেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts