প্রডিউসার
হিসেবে আনুশকার অগ্নিপরীক্ষা ছিল ‘এনএইচ১০’। তবে তারকার এত দ্রুত
প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করাটা যে দারুণ ঝুঁকিপূর্ণ ছিল এ বিষয়ে সবাই
একমত। অবশ্য আনুশকার জন্যে ভালো খবরটি হলো প্রথম পরীক্ষাতেই তিনি উতরে
গেছেন বলে মনে করছেন এক্সপার্টরা। তবে যত ঝুঁকিই থাক না কেন, ঝাঁপিয়ে পড়ার
ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
চীনে চলমান ‘বেইজিং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ গেছেন আনুশকা। সেখানে ৯০টি দেশের ৯৩০টি ছবির তালিকায় রয়েছে তার ‘এনএইচ১০’। আশা করা যায়, বোদ্ধাদের প্রশংসা কুড়াতে পারলে ২৬বছর বয়সেই আনুশকা সফল প্রডিউসার হিসেবে নাম ছড়াতে পারবেন।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘একজন অভিনয়শিল্পী থেকে প্রডিউসার হয়ে ওঠার কাজটি দারুণ রোমাঞ্চকর। প্রথমে যাবতীয় কৃতিত্ব পাবেন এ ছবির পরিচালক নবদীপ সিং এবং স্ক্রিপ্ট লেখক সুদীপ শর্মা।’ প্রডিউসার হিসেবে কিছুদিন কাজ করার পর আবারও অভিনয়ে ফিরে আসবেন তিনি।
এদিকে জানা গেছে, আনুশকা বেইজিংয়ে দারুণ সম্মানজনক অভ্যর্থনা পেয়েছেন। সেখানকার ভারতীয়রা প্রিয় তারকাকে পেয়ে ছুটে এসেছিলেন সিনেমা মেলায়। সব মিলিয়ে দারুণ খুশি আনুশকা। তিনি নাচছেন বা অভিনয় করছেন, আবার ‘এনএইচ১০’ নির্মাণের পেছনেও আছেন। বহুমুখী প্রতিভা রয়েছে তার। এটা এখন শুধু প্রমাণের অপেক্ষা।
চীনে চলমান ‘বেইজিং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ গেছেন আনুশকা। সেখানে ৯০টি দেশের ৯৩০টি ছবির তালিকায় রয়েছে তার ‘এনএইচ১০’। আশা করা যায়, বোদ্ধাদের প্রশংসা কুড়াতে পারলে ২৬বছর বয়সেই আনুশকা সফল প্রডিউসার হিসেবে নাম ছড়াতে পারবেন।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘একজন অভিনয়শিল্পী থেকে প্রডিউসার হয়ে ওঠার কাজটি দারুণ রোমাঞ্চকর। প্রথমে যাবতীয় কৃতিত্ব পাবেন এ ছবির পরিচালক নবদীপ সিং এবং স্ক্রিপ্ট লেখক সুদীপ শর্মা।’ প্রডিউসার হিসেবে কিছুদিন কাজ করার পর আবারও অভিনয়ে ফিরে আসবেন তিনি।
এদিকে জানা গেছে, আনুশকা বেইজিংয়ে দারুণ সম্মানজনক অভ্যর্থনা পেয়েছেন। সেখানকার ভারতীয়রা প্রিয় তারকাকে পেয়ে ছুটে এসেছিলেন সিনেমা মেলায়। সব মিলিয়ে দারুণ খুশি আনুশকা। তিনি নাচছেন বা অভিনয় করছেন, আবার ‘এনএইচ১০’ নির্মাণের পেছনেও আছেন। বহুমুখী প্রতিভা রয়েছে তার। এটা এখন শুধু প্রমাণের অপেক্ষা।