আমাদের
দেশের প্রতিষ্ঠিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে
মুভিজের যৌথ প্রযোজনায় গত ১৯ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে নতুন
নায়িকার পরিচিতি ও মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এই অনুষ্ঠানে
মঞ্চের ব্যানারে লক্ষ্য করা হয়, সেখানে বড়সড়ো করেই টাঙানো রয়েছে কলকাতার
অংকুশ ও বাংলাদেশের চলচ্চিত্রে পা দেয়া নবাগত নায়িকা নুসরাত ফারিয়ার ছবি
দুটি। সঙ্গত কারণেই নতুন এই ছবি নিয়ে দুই পাত্র-পাত্রীর মতামত জানতে চাই
আমরা।
চলচ্চিত্রের
নায়িকা নুসরাত ফারিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই নার্ভাস। জীবনে
এতবার বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে উঠলেও এবারই প্রথম চলচ্চিত্রের এতবড়
ব্যানারে কাজ করতে গিয়ে নার্ভাস হচ্ছি।’
অন্যদিকে
‘প্রেমী ও প্রেমী’ নামে ছবিটি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে ছবিটির
নায়ক অংকুশের সাথে ব্যাংককে (রাজ চক্রবর্তীর একটি ছবির শুটিং-এ তিনি
সেখানেই অবস্থান করছেন) যোগাযোগ করলে উল্টো তিনিই আমাদের অবাক করেন। অংকুশ
জানালেন, তিনি এই ছবিটি বা বাংলাদেশে এই ছবির প্রিমিয়ার সম্পর্কে কিছুই
জানেন না!
অংকুশ
আরও বলেন, ‘এর আগে মাহী’র সাথে জুটি বেঁধে ছবিটি শুরু করার সময় আমরা
একসাথেই ঘোষণা করেছিলাম। আর আসল কথা হলো, অন্তত নায়ক হিসেবে আমার ছবির
পার্টনারকে আমার চিনতে হবে বা আমাকে জানানো উচিত। আমি নুসরাত ফারিয়াকে চিনি
না। তার সাথে কোনো কথাও হয়নি। অন্তত আমার ফিল্ম ক্যারিয়ারের স্বার্থেই আমি
এটুকু অধিকার রাখি যে, আমি কার সাথে কাজ করবো বা করবো না। বরং এসকে
মুভিজের সাথে আমার আর শুভশ্রীর একটি চলচ্চিত্রের কাজ শুরু হবার কথা, অন্য
কারো সাথে নয়। এসকে মুভিজের অন্তত এ বিষয়ে আমাকে জানানো উচিত ছিল।’
তিনি
প্রতিবেদককে জানান, ‘আমি সকাল থেকেই এ নিয়ে বাংলাদেশ থেকে অনেক ফোন
পাচ্ছি। আমার বক্তব্য হলো এই ছবি, ছবির কাস্টিং সম্পর্কে আমি নায়ক হিসেবে
কিছুই জানলাম না। বিষয়টি নিয়ে দুঃখ পাওয়া বা ব্যথিত হওয়া ছাড়া আর কি-বা
করার আছে। আমি এখন ব্যাংককে, দেশে ফিরলে হয়তো এ বিষয়ে আমি বিস্তারিত বলতে
পারবো।’
এছাড়া
এ প্রসঙ্গে কলকাতা থেকে প্রকাশিত আনন্দদিন ম্যাগাজিনের বাশারুল ইসলাম
মুন্না বলেন, ‘আমাদের জানা মতে এসকে মুভিজের আগামী চলচ্চিত্রে
অংকুশ-শুভশ্রী জুটি কাজ করার কথা এবং সেই মতেই তাদের চুক্তিও হয়েছে
প্রতিষ্ঠানটির সাথে কলকাতায়।’
উল্লেখ্য,
জাজ ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এটি ২য় ছবি হবে। এর আগে
অংকুশ-মাহী জুটির ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিটি বাংলাদেশে বছরের অন্যতম
ব্যবসাসফল ছবি হিসেবে স্বীকৃত ছিল।