২০০২
সালে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে দায়ের করা হিট অ্যান্ড রান
মামলায় রায় ৬ মে ঘোষণা করা হবে। মঙ্গলবার শুনানি শেষে মুম্বাইয়ের একটি
আদালত এই আদেশ দেয়। খবর: এনডিটিভির।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে আজ মামলার শুনানি শেষ হয়।
২০০২
সালের সেপ্টেম্বরে ৪৯ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে ঘুমন্ত মানুষের ওপর
গাড়ি চালিয়ে একজন নিহত ও চারজন আহত হওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে
ভারতের পেনাল কোডে কয়েকটি ধারায় মামলা রয়েছে।
সালমান খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
গত
মাসে আদালতে দেয়া প্রথম ও একমাত্র জবানবন্দিতে সালমান খান বলেছিলেন,
দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। তার গারি চালক অশোক সিং ঐ সময়
চালকের আসনে ছিলেন।
দুর্ঘটনায় আগে ভাই সোহেল খানের সাথে বারে গিয়েছিলেন সালমান খান। কিন্তু তিনি দাবি করেছেন, তিনি শুধু পানি পান করেছিলেন, অন্যকিছু নয়