Media news - একসাথে দুটি ছবিতে সোমা

একসাথে দুটি ছবিতে সোমা
দীর্ঘদিন বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সুমনা সোমা। একসাথে দুটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। জুন মাসের শেষের দিকে ছবি দুটির শুটিং শুরু হবে। ছবির কাজ শুরু না হওয়াতে এখনও সহ-অভিনেতা ও পরিচালকের নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী। বিগত ছবিগুলোর মতো এই দুটি ছবিও বিকল্পধারার। এ প্রসঙ্গে সোমা বলেন, ‘বাণিজ্যিক ছবিতে কাজ করার ইচ্ছে নেই। তাই বিকল্পধারার ছবির গল্প ভালো লাগলে সেখানে কাজ করি। আমার এই দুটি ছবিও বিকল্পধারার। যেহেতু ছবির শুটিং শুরু করিনি তাই এখনও ছবিগুলোর তথ্য দিতে চাচ্ছি না। সময় হলে আমিই দর্শকদের জানাবো।’ রূপালি পর্দায় অনিয়মিত হলেও ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন সোমা। সম্প্রতি ‘সৌমিক মিশু অথবা অন্য কারও গল্প’ ও মুুরাদ পারভেজের ‘ভুল বৃষ্টির জল’ টেলিছবির কাজ শেষ করেছেন তিনি। শিগগিরই বেসরকারি টেলিভিশনে টেলিছবি দুটি প্রচার হবে। এছাড়াও একটি টেলিছবিতে অভিনয়ের জন্য আজ কুষ্টিয়াতে যাবেন এবং বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ‘জীবনের গল্প’ শিরোনামে একটি ডেইলি সোপে অভিনয় করছেন, যেখানে ভারতীয় সিরিয়ালের আদলে নির্মিত ডেইলি সোপগুলো আমাদের সংস্কৃতির বাইরের গল্পগুলো প্রচার করছে। এ প্রসঙ্গে সোমা বলেন, ‘ভারতীয় সিরিয়ালগুলোতে তাদের নিজস্ব সংস্কৃতিগুলো তুলে আনা হয়। তাদের পূজা, হলি’সহ বিভিন্ন সংস্কৃতি নাটকের মধ্য দিয়ে পর্দায় উপস্থাপন করা হয়। আমরা এই বিষয়টি অনুকরণ করি না। আমরা করি মেকআপ, সাউন্ড এসব। এছাড়া এই ডেইলি সোপগুলোর গল্পের সাথেও আমাদের কোনো মিল নেই। আমাদের নিজস্ব ঘরণার যে নাটকগুলো হয় সেগুলো অনেক ভালো। তবে আমাদের অনেক সময় পেশার জায়গা থেকে কাজ করতে হয়। তবে আমি চাইবো যা আমাদের জন্য ভালো তাই হোক।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts