সময়টা
এখন প্রিয়াঙ্কা চোপড়ার। এ কথা এখন শুধু প্রিয়াঙ্কার নিকটজনরাই নয় বরং
নিন্দুকেরাও বলছেন। আর এই ভালো সময়ে প্রিয়াঙ্কার সাফল্যের পাল হলো আরও
চওড়া। সম্প্রতি স্টকহোম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল জুনিয়রে সেরা ছবি
নির্বাচিত হয়েছে তার অভিনীত ‘মেরি কম’। ফেস্টিভ্যালের ব্রঞ্জ হর্স
অ্যাওয়ার্ড জয়ে যারপরনাই খুশি প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আনন্দিত। এই
অ্যাওয়ার্ড আমাদের পুরো দলের জন্যই এক বিরাট সাফল্য। আমি মনে করি এই
অ্যাওয়ার্ড ভবিষ্যতে আমাদের আরও ভালো কাজ করতে উত্সাহ জোগাবে। আর আমরা
জানি, মেরি কম একজন কিংবদন্তী বক্সার। তার চরিত্রে কাজ করতে পেরে নিজেকে
আমি ভাগ্যবতী মনে করছি।’
উল্লেখ্য,
ভারতের কিংবদন্তী বক্সার মেরি কমের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি,
যেখানে মেরি কম চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। অনুরাগ কুমারের পরিচালনায়
এই ছবিটি ভারতের বক্স অফিসেও সাফল্য ছিনিয়ে এনেছে।
ফেস্টিভ্যালে
জুড়ি হিসেবে ছিল ৯ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা, যারা সেরা ছবি হিসেবে
‘মেরি কম’-কে বেছে নিয়েছে। অনুরাগ কুমার জানিয়েছেন, আগামী মাসে সুইডেনের
একটি চলচ্চিত্র উত্সবেও অংশ নিতে যাচ্ছে ‘মেরি কম’।