Business news - ডিএসইতে শিগগির অনলাইন পেমেন্ট সিস্টেম চালু


ইত্তেফাক রিপোর্ট১৮ ফেব্রুয়ারী, ২০১৫ ইং ১৮:০৩ মিঃ
ডিএসইতে শিগগির অনলাইন পেমেন্ট সিস্টেম চালু
 
 
 
ডিএসইতে খুব শিগগির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। ফলে গ্রাহকরা অনলাইন গেটওয়ের মাধ্যমে ডিএসইর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন ও ট্রেনিং ফি, পর্যায়ক্রমে ডিএসইর ট্রেড ডাটা এবং বিভিন্ন তথ্যের জন্য প্রদেয় অর্থ ইত্যাদি তাদের ভিসা ও মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ব্র্যাক ব্যাংক নেট ব্যাংকিং, ব্যাংক এশিয়া নেট ব্যাংকিং, বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যংকিং, কিউ-ক্যাশ ব্যবহার করে প্রদান করতে পারবে। 
এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের কাজ করবে কোম্পানি সূর্য্যমুখী লিমিটেড। এ প্রেক্ষিতে বুধবার ডিএসইর সাথে সূর্য্যমুখী লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদউল্লাহ, এফসিএস এবং সূর্য্যমুখী লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ফিডা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ কে এম জিয়াউল হাসান খান, এফসিএ এবং মহাব্যবস্থাপক জীবন চন্দ্র দাস ও মো. ছামিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
 
 

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts