বিনোদন প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরব এর
আগে বলেছিলেন বিয়ে করবেন ধীরে
জানাবেনও ধীরে।
বাস্তবে হলোও তাই। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নয় মাস ‘নীরব’
মন দেয়া নেয়ার পর
তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে বিয়ে করলেন এ সময়ের ব্যস্ত অভিনেতা নীরব।
নীরবের স্ত্রী ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির
ছাত্রী। তিনি দিনাজপুরের মেয়ে। এমএ
তাহের চৌধুরী ও
মুর্শিদা আকতারের একমাত্র কন্যাসন্তান তিনি। রাজধানীর ক্যান্টনমেন্টে নিরব তার বাড়িতে এনেছেন ঋদ্ধিকে।
জানা গেছে, একবার নীরবের অটোগ্রাফ নিতে এসেছিলেন
ঋদ্ধি। কিন্তু এই অটোগ্রাফ নিতে এসে নীরবের হৃদয়েই অটোগ্রাফ দিয়ে দিলেন ঋদ্ধি।
বিয়ের পর নীরব জানিয়েছেন, ‘আসলে সব হুট করেই হয়েছে বলে কাউকে সেভাবে জানানো হয়নি। তবে আমাদের দুজনের পরিকল্পনা আছে আসছে বছর বড় করেই বিয়ের অনুষ্ঠান করবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’