একই
ছবিতে ২৪টি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা লিওনার্দো
ডিক্যাপ্রিও। ‘দ্য ক্রাউডেড রুম’ শিরোনামের ছবিটি ডিক্যাপ্রিও’র প্রোডাকশন
কোম্পানি ‘অ্যাপ্পিয়ান ওয়ে’ ও ‘নিউ রিজেন্সি’ যৌথভাবে তৈরি করবে। সেখানে
প্রধান চরিত্র বিলি মিলিগানের চরিত্রে দেখা যাবে ডিক্যাপ্রিওকে।
বাস্তব ঘটনার ওপর করে লেখা ড্যানিয়েল কিয়েস’র লেখা ‘দ্য মাইন্ডস অব বিলি মিলিগান’
(১৯৮১) বই থেকে ছবিটির কাহিনী নেয়া হয়েছে। কিয়েস বলেছেন, মিলিগানের নামের
এক ব্যক্তি ১৯৭০ সালে তিনজন নারীকে ধর্ষণ ও ডাকাতির দায়ে অভিযুক্ত
হয়েছিলেন। মিলিগান ছিলেন প্রথম ব্যক্তি যে নিজের আত্মরক্ষার জন্য সফলভাবে
বিভিন্ন ব্যক্তিত্বকে কাজে লাগিয়েছেন।
২০১৪ সালের ডিসেম্বরে মিলিগান মারা যান