Entertainment news - প্রতারণা মামলায় আহমেদ শরীফকে আদালতে সমন

প্রতারণা মামলায় আহমেদ শরীফকে আদালতে সমন
চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে এ সমন জারি করেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট শামসুল ইসলাম আকন্দ জানান, ওই চেকটির গ্রহীতা জনৈক মোশারফ হোসেন সুমন টাকা পরিশোধের জন্য চলতি বছরের ৫ জানুয়ারি লিগ্যাল নোটিশ দেন। আসামি নোটিশের কোনো জবাব না দেওয়ায় আদালতে এসে বাদী হয়ে মামলা করেন।
আর্জির বক্তব্যে জানা যায়, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন এক লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা পরিশোধের জন্য আসামি ইস্টার্ন ব্যাংকের উত্তরা শাখার গত বছরের ৩০ এপ্রিল তারিখের একটি চেক দেন। ওই বছরের ২২ মে বাদী যখন চেকটি নগদায়নের জন্য জন্য উত্তরা শাখায় জমা দেন তখন তা অপর্যাপ্ত তহবিল মর্মে প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। একই বছরের ১১ ডিসেম্বর চেকটি দ্বিতীয় বারের মতো ডিজঅনার হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts