২০
মার্চ ঢাকায় শুরু হচ্ছে প্রযুক্তি সম্মেলন ২০১৫। দুই দিনের এ সম্মেলনের
বিষয় ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন অ্যান্ড সিকিউরিটি’। প্যান প্যাসিফিক
সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ সম্মেলনের আয়োজক প্রধান কারিগরি
কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ ও ভারতের আনন্দবাজার পত্রিকা
(এবিপি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইনফোকম। সম্মেলনে অংশগ্রহণ করবেন
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তারা।
গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত জানানো হয়। সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সম্মেলনে ১০০ জনের বেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। ফলে প্রযুক্তিপণ্যের ব্যবহার, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবহারকারী ও তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতাদের মধ্যে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
এবিপি গ্রুপের তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী ভাইস প্রেসিডেন্ট কে কে মহাপাত্র বলেন, সম্মেলনে তথ্যপ্রযুক্তি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন পাঁচটি দেশের অভিজ্ঞরা। জানা যাবে বর্তমান সময়ের প্রযুক্তি সম্পর্কে। প্রযুক্তির সম্ভবনাময় ক্ষেত্রগুলোকে কাজে লাগিয়ে এবং বৈদেশিক বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এসব বিষয়ে নীতিনির্ধারণীমূলক আলোচনার মুক্ত প্ল্যাটফর্ম হবে এটি। সম্মেলনে উপস্থিত ছিলেন এবিপি গ্রুপের তথ্যপ্রযুক্তি অবকাঠামো বিভাগের করপোরেট ম্যানেজার আবদুর রাফি, সিটিও ফোরামের কোষাধ্যক্ষ এজাজুল হকসহ অনেকে।
সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ১৫ জনকে দেওয়া হবে ‘ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’। এই সম্মেলনে থাকবে বিষয়ভিত্তিক আটটি সেমিনার।
গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত জানানো হয়। সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সম্মেলনে ১০০ জনের বেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। ফলে প্রযুক্তিপণ্যের ব্যবহার, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবহারকারী ও তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতাদের মধ্যে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
এবিপি গ্রুপের তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী ভাইস প্রেসিডেন্ট কে কে মহাপাত্র বলেন, সম্মেলনে তথ্যপ্রযুক্তি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন পাঁচটি দেশের অভিজ্ঞরা। জানা যাবে বর্তমান সময়ের প্রযুক্তি সম্পর্কে। প্রযুক্তির সম্ভবনাময় ক্ষেত্রগুলোকে কাজে লাগিয়ে এবং বৈদেশিক বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এসব বিষয়ে নীতিনির্ধারণীমূলক আলোচনার মুক্ত প্ল্যাটফর্ম হবে এটি। সম্মেলনে উপস্থিত ছিলেন এবিপি গ্রুপের তথ্যপ্রযুক্তি অবকাঠামো বিভাগের করপোরেট ম্যানেজার আবদুর রাফি, সিটিও ফোরামের কোষাধ্যক্ষ এজাজুল হকসহ অনেকে।
সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ১৫ জনকে দেওয়া হবে ‘ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’। এই সম্মেলনে থাকবে বিষয়ভিত্তিক আটটি সেমিনার।