Entertainmant news - এ বছরই গ্রাজুয়েশনে ভর্তি হবেন সোনম কাপুর

এ বছরই গ্রাজুয়েশনে ভর্তি হবেন সোনম কাপুর
ফ্যাশনের প্রতি তার ভালোবাসার কথা সবারই জানা। কিন্তু সোনম কাপুরের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ যে তার স্নাতক ডিগ্রী নেই। সেই আক্ষেপ মেটাতে খুব শিগগিরই আবার ছাত্রজীবন শুরু করতে চলেছেন তিনি। ২৯ বছরের এই অভিনেত্রীর আশা, এই বছরেই তিনি গ্রাজুয়েশনে ভর্তি হবেন।
এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সোনম জানিয়েছেন, 'আমার সবচেয়ে বড় আক্ষেপ যে, আমি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে পারিনি। সাহিত্যে স্নাতক ডিগ্রির জন্য আমি চলতি বছরেই আবেদন করব। আমার কাছে এই ডিগ্রি না পাওয়াটা অন্যতম আক্ষেপের বিষয়।'
 
 
সোনম মনে করছেন, বলিউডে অভিনয় জগতে আসার আগে তাঁর আরও চার বছর অপেক্ষা করা উচিত ছিল। তিনি আরও বলেছেন, দ্বাদশ শ্রেণীর পর তিনি পড়াশোনা ছেড়ে দেন।এরপরই তিনি বলিউডে পা রাখেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts