World News - 'ইন্ডিয়াস ডটার' সকলের দেখা উচিত

'ইন্ডিয়াস ডটার' সকলের দেখা উচিত
দিলি­র চলন্ত বাসে ধর্ষণের পর খুন হওয়া কিশোরীর পিতা বলেছেন ’ইন্ডিয়াস ডটার’ ডকুমেন্টারিটি সকলের দেখা উচিত। এটি আমাদের সমাজের সামনে আয়না তুলে ধরেছে।
তিনি ভারতে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রশ্ন তোলেন। খবর এনডিটিভির।
তিনি বলেন,  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকেশ জেলে থেকে যদি এই কথা বলে তবে খালাস পেলে কি বলবে। তার ধর্ষিতা মেয়ে ভারতে ’নির্ভয়া’ নামে পরিচিতি পেয়েছে। সে নারীদের প্রতি সংঘটিত অপরাধের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিনত হয়েছে। নির্ভয়ার (ছদ্মনাম) পিতা বলেন, ভারতে যা হচ্ছে তাই তুলে ধরা হয়েছে ইন্ডিয়াস ডটারে।
বুধবার বিবিসিতে একজন আইনজীবী ও ধর্ষণকারীর সাক্ষাৎকার প্রচার করা হয়। ধর্ষণকারী মুকেশের বক্তব্যে কোন অনুশোচনা প্রকাশ পায়নি। তিনি বরং ধর্ষিতা নারীটিকেই ঘটনার জন্য দায়ী করেন। বুধবারই ফিল্মটি নিয়ে ভারতের পার্লামেন্টে হৈ চৈ পড়ে যায়। সরকার এটি প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। কিভাবে জেলের ভেতর সাক্ষাৎকারের অনুমতি দেয়া হলো সেব্যাপারেও তদন্ত করবে বলে জানায় সরকার।
নির্ভয়ার পিতা বলেন,পার্লামেন্টে কথা বলে কোন লাভ হবে না। কেন খুনিরা এখনও জীবিত, কেন ফাঁসি কার্যকর হয়নি? নারীরা কে কি পোশাক পরবে সে ব্যাপারে
কথা বলার তারা কে? নির্ভয়ার মা নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, যে আইনজীবী
আমার মেয়ে সম্পর্কে এমন মন্তব্য করতে পারে, সরকার কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts