পার্টির
থিম ছিল ‘প্রিটি ইন পিঙ্ক পার্টি’। তাই নিজে গোলাপি পোশাক পরার সঙ্গে
সঙ্গেই পোষ্য বিড়ালটিকেও সম্পূর্ণ গোলাপি রঙে ডাই করেছিলেন লেখিকা লিনা
লেনিনা। আর বিড়ালটিকে এই শখের মাসুল দিতে হলো নিজের মৃত্যুর মধ্য দিয়ে।
ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।
গত
সেপ্টেম্বর মাসে পার্টির সময় ছোট বিড়াল ছানাটি গোলাপি রঙে ডাই করেন লিনা।
এক প্রত্যক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানায়, সেই পার্টিতে সারা
সন্ধ্যায় অস্বস্তিকর অবস্থায় ছিল বিড়ালটি। বারবার লিনার কোল থেকে নেমে যেতে
চাইছিল সে। বিড়ালটির গায়ে এই বিষাক্ত রঙ ডাই করার জন্য সমালোচনার মুখে
পড়েন লিনা। যদিও, সেই সব উড়িয়ে দিয়ে লিনা বলেন, পশু চিকিত্সক তাকে
জানিয়েছেন এই ধরণের ডাই শরীরের পক্ষে উপকারী। গোলাপি রঙের অ্যান্টিসেপটিক
গুণ রয়েছে ও বিড়ালের লোম আরো শক্তিশালী হয় এই রঙের ব্যবহারে।
তবে
সেই পার্টির পর মিডিয়ার নজর সরে যাওয়ার পরই বিড়ালটির প্রতি উত্সাহও হারিয়ে
ফেলেন লিনা। বিড়ালির গায়ে গোলাপি রঙ থেকেই যায়। সেই লোমই চাটতে থাকে
বিড়ালটি। এই কারণে ক্রমাগত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে
রাশিয়া অ্যানিমাল রাইটস কমিশন। এমনকি, যেই বিড়ালটির চিকিত্সকও মৃত্যুর কারণ
হিসেবে বিষক্রিয়ার কথা জানান।
বিড়ালেরন
মৃত্যুর কারণে লিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়ার
অ্যানিমাল রাইটস কমিশন। এছাড়া তার বিরুদ্ধে জারি করা হয়েছে এক অনলাইন
পিটিশন। কয়েক হাজার সই তাতে জমা পড়লেও এখানো স্থানীয় সরকার এই ব্যাপারে
কোনও ব্যবস্থা নেয়নি।