Entertainment news - বরুণের নতুন বন্ধু পিকে!

বরুণের নতুন বন্ধু পিকে!
গত শুক্রবার মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘বদলাপুর’ চলচ্চিত্রটি। মুক্তির পর দর্শকদের প্রশংসা ও সমালোচনা দুটোই উপভোগ করছেন তিনি। আর এখন বন্ধুতালিকায় এখন আরো একটি  সংখ্যা বেড়ে গেছে। না, নতুন কোনো নায়িকা নন, পরিচালকও নন-এক বানরের সঙ্গে বন্ধুত্ব করেছেন তিনি। আর তার নাম হচ্ছে পিকে।
 
‘বদলাপুরে’র সাফল্যের পর এবার ‘এবিসিডি ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত বরুণ। সেখানকার সেটেই তিনি খুঁজে পেয়েছেন এই নতুন বন্ধুকে। সেটের যার আছেন তারা জানাচ্ছে, নায়কের সঙ্গে বেশ দোস্তিও হয়েছে তার নতুন বন্ধুর। শুটিংয়ের অবসরে দুইজনে সময় কাটাচ্ছেন। এমনকি কখনো কখনো তো বন্ধুটি নায়কের কাঁধেও উঠে বসে থাকছে নিশ্চিন্তে।
তবে বরুণের কাঁধে এখন বানর বন্ধু নয়, আসলে অনেকখানি দায়িত্ব্বের চাপ। ‘বদলাপুর’ আর তিনি ‘স্টুডেন্ড অফ দ্য ইয়ার’-এর বরুণ ধাওয়ান নেই। চকোলেট বয়ের ইমেজ ছেড়ে অভিনেতা হিসেবে তার থেকে দর্শকের প্রত্যাশা অনেক বাড়ছে। পরের ছবি পুরোপুরি ডান্স ড্রামা। তাই এখানে আরো একবার অন্যরকমভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন তিনি। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
তবে তার এই কাজ নতুন বন্ধুটি বুঝবে কি না জানা নেই। তাই বন্ধুর সঙ্গে নিজের এক ভিডিও তুলে আপাতত অন্যান্য বন্ধুদের দেখিয়ে চলেছেন ‘বদলাপুর’-এর বরুণ
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts