World news - ক্লাসে ছাত্রদের মারদাঙ্গা ছবি দেখানোয়...

ক্লাসে ছাত্রদের মারদাঙ্গা ছবি দেখানোয়...
শিক্ষকের কাজ ক্লাসে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেয়া। কিন্তু সেই দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি যদি ছাত্রদের উল্টোপাল্টা কিছু দেখান তাহলে তো তাকে সাজা পেতেই হবে। সেই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক শিক্ষকের বরাতে। শিলা কেয়ার্নস নামের এক শিক্ষক ক্লাসে গিয়ে তার ছাত্রদের ডেকে এনে মারদাঙ্গা ও যৌনতা নির্ভর একটি ছবি ছাত্রছাত্রীদের দেখান। ঘটনাটি পরে অভিভাবকদের মধ্যে জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকজন অভিভাবক আদালতের স্মরণাপন্ন হন। একটানা শুনানির পর ওই শিক্ষককে তিন মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
আদালতের শুনানিতে বলা হয়, ওই সিনেমায় এমন কিছু দৃশ্য আছে যেগুলো শিক্ষার্থীদের মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। ছবিটির নাম ‘এবিসি অব ডেথ’। নৃসংসভাবে কিছু হত্যাকান্ড দেখানো হয়েছে এই ছবির প্রতিটি খন্ডে। ওই শিক্ষক আদালতে বলেন, তিনি ছবিটি আগে দেখেননি। যদি দেখতেন তবে তার শিক্ষার্থীদের দেখাতেন না। তিনি দাবি করেন, ভেবেছিলেন ছবিটি অনেক সুন্দর। তাই সবাইকে নিয়ে দেখলে আরো মজা পাবেন। কিন্তু মজা পেতে গিয়ে কারাগারে যেতে হল বেচারাকে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts