হলিউডের দুটি ভবনের সরু গলির মাঝে আটকা পড়েছিল একটি কুকুর। কিন্তু সেই
কুকুরটি উদ্ধার করতে গিয়ে দমকল বাহিনী যে এলাহি কান্ডের আয়োজন করেছে তা
বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ৬০ পাউন্ড ওজনের ওই কুকুরটি কিভাবে সেখানে
আটকা পড়েছিল সেই রহস্যের কিনারা হয়নি। কুকুরটি দুটি ভবনের মাঝের দেয়ালে
মাটি থেকে বেশ উপরে ঝুলছিল। শরীরটা মোটা হওয়ায় সে নিচের দিকে নামছিল না।
লোকজন খবর দেয় দমকল বাহিনীকে। তারা ছুটে এসে অনেক চেষ্টা করেও উদ্ধার করতে
পারল না। ফলে খবর দেয়া হয় আরেক বাহিনীকে। তারাও ব্যর্থ। এভাবে এক ডজন দমকল
বাহিনী চলে আসে। কিন্তু তারপরেও কোনো ফল হলো না। পরে তারা ‘বোর্ড’ বসিয়ে
পরিকল্পনা করে কিভাবে উদ্ধার করা যায় একে।
অনেক চিন্তাভাবনা করে
লম্বা বাঁশের মাথায় রশি বেধে কুকুরটির পায়ে ফাঁস লাগায়। কিন্তু টানাটানি
করে তাকে নিচের দিকে নামানো যাচ্ছিল না। পরে বুদ্ধি করে উপর থেকে পিচ্ছিল
সাবান-পানি ঢালা হয়। এতে কুকুরটির শরীর পিচ্ছিল হয়ে যায়। ফলে ধীরে ধীরে
তাকে নিচে নামানো সম্ভব হয়। পরে তাকে গোসল করিয়ে মালিককে খুঁজে বের করে তার
হাতে তুলে দেয়া হয়।