Enertainment news - সোয়াইন ফ্লু পরীক্ষা করা হবে সালমানের

সোয়াইন ফ্লু পরীক্ষা করা হবে সালমানের
সোনম কাপুর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার পর সালমান খানের শরীরেও সোয়াইন ফ্লু পরীক্ষা করা হবে। সোনমের দেহে ভাইরাসটি সনাক্ত হওয়ার আগ পর্যন্ত এই দুই জন 'প্রেম রতন ধন পায়ো' সিনেমাটির শুটিং করছিলেন।

ধারণা করা হচ্ছে সোনমের ব্যক্তিগত প্রশিক্ষক যিনি বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তার কাছ থেকেই সোনম সংক্রমিত হয়েছেন। সালমান খানও খুব কাছাকাছি থেকে বেশ কয়েকদিন সোনমের সাথে অভিনয় করছিলেন। এ থেকেই আশংকা করা হচ্ছে সোনমের মাধ্যমে সালমানও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। উল্লেখ্য, এইচ১এন১ ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে। বাতাসের মাধ্যমে এটি এক জন থেকে আরেক জনে সংক্রমিত হতে পারে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts