Entertainment news - ভালবাসার গানে ভেসে গেলেন ম্যাডোনা

ভালবাসার গানে ভেসে গেলেন ম্যাডোনা
ব্রিট অ্যাওয়ার্ড ২০১৫। গান গাইছেন ম্যাডোনা।  লন্ডনের স্টেজে দিব্যি জমে উঠেছে অনুষ্ঠান। প্রায় মাটি ছোঁয়া ক্লোক পরে মঞ্চের এক ধার থেকে অন্য ধারে তার স্বচ্ছন্দ বিচরণ। হঠাৎ ছন্দপতন।
ম্যাডোনার ক্লোকটা ঠিক করে দিতে গেলেন এক সহশিল্পী। সামান্য টান পড়ল ক্লোকে। তারপরেই ঢেউয়ের মতো বাতাসের ধাক্কায় একেবারে মঞ্চের ধারে চলে গেলেন শিল্পী। পর মুহূর্তেই স্টেজের একেবারে নিচে। পড়ে গিয়েই অবশ্য সামলে নিলেন পরিস্থিতি। ফের স্টেজে উঠে ধরলেন গানের রেশ।
পড়ে গেলেন কীভাবে? ভালবাসার গান গাইছিলাম তো। তাই ভাসিয়ে নিয়ে গেল প্রেমের হাওয়া। পরে টুইটে ঠাট্টা করেছেন ম্যাডোনা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts