বলিউড
বাদশা, শাহরুখ খানকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত তার ভক্তরা।
কখনও তিনি পাগল প্রেমিক, কখনও আবার কলেজের হার্টথ্রব। আবার অনেক সময়
কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন বা খেলার কোচ থেকে শুরু করে নাসার প্রকৌশলী, সব
ভূমিকাতেই অসাধারণ শাহরুখ।
তবে
বলিউডের বাদশা নামে পরিচিত এই নায়ককে এবার 'বেগম' রূপে দেখা গেল এন্ডটিভির
পর্দায়। তার টিভি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’,এ শাড়ি পরে এসে
সবাইকে অবাক করেছেন তিনি।
এর
আগেও শাহরুখকে শাড়ি পরতে দেখা গিয়েছিল ‘চেন্নাই এক্সপ্রেসে’র প্রচারে।
তবে ধারণা করা হচ্ছে এবার তিনি শাড়ি পরেছেন একটি বার্তা দেয়ার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, নারীদের ক্ষমতায়ন ও সম্মান জানাতে শাড়ি পরে
ক্যামেরার সামনে হাজির হয়েছেন বলিউড বাদশা।