ভারতের সিনেমা হলে ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সেন্সর বোর্ড।
সেন্ট্রাল
বোর্ড অব ফিল্ম সার্টিফেকেশনের নির্বাহী পরিচালক শ্রভান কুমার জানিয়েছেন,
নির্মাতা ইউনিভার্সেল পিকচারস, কমকাস্ট কোপ ইউনিট চাইলে এই সিদ্ধান্তের
বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে কি কারণে এই ছবিটিকে ছাড়পত্র দেয়া হয়নি সে
কথা জানাননি তিনি।
তবে
ইউনিভার্সেল পিকচারসের একটি সূত্র জানিয়েছে, ছবিটির কিছু সংলাপের জন্য
বোর্ড ছাড়পত্র দেয়নি। যদিও যৌনতার দৃশ্য পরিমিত করে ও সব নগ্নতা সরিয়ে
দেয়ার পরই সেন্সরে বোর্ড ছবিটি দেয়া হয়েছিল।
গত
ফেব্রুয়ারি ছবিটি প্রথম মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে ৪০০ মিলিয়ন আয় করে।
যৌনতার কারণে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কেনিয়াকে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।
এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রের বাজার চীনেও ছবিটি মুক্তির জন্য
অনুমতি পায়নি।
‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটিতে অভিনয় করেছেন জেমি ডরনান ও ডাকোটা জনসন