রণবীর
কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক সবারই জানা। যদিও নিজেদের বিষয়ে সরাসরি
মুখ খোলেননি এই লাভ বার্ড জুটি। এখনও এই বিষয়টি এড়িয়ে গেছেন কিংবা কৌশলের
আশ্রয় নিচ্ছেন তারা।
বিয়ের
পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে রণবীর কাপুর উত্তরে জানান, ‘আমি এখনো
ঠিক করিনি কবে বিয়ে করব। আমি বিশ্বাস করি বিয়ে হলো প্রাকৃতিক বিষয়।’
এর
সঙ্গে যুক্ত করে তিনি বলেন, আমি সে ধরণের মানুষ নই যে, বয়স ৩২ হয়ে যাওয়ায়
এখনই বিয়ে করতে হবে অথবা বিয়ের সময় চলে যাচ্ছে। আমি আমার বর্তমান জীবন নিয়ে
খুবই খুশি। যখন মনে করব আমার সন্তান দরকার অথবা আমার বান্ধবী ও আমি মনে
করব এখন সময় হয়েছে তখন বিয়ে করব।
যদিও
শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ পরস্পরের পরিবারের সদস্যদের
সাথে সাক্ষাৎ করছেন। মনে করা হচ্ছে, খুব শিগগিরিই তাদের বিয়ের খবর শিরোনাম
হবে।