সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে তিনজন বাংলাদেশিও রয়েছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই খবর নিশ্চিত করেছেন।
বিদেশি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে আবুধাবির শিল্পনগরী মুজাফায় এই ঘটনা ঘটে। ভবনের নিচতলায় একটি টায়ার তৈরিকারী প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। আর ওপরের তলাগুলোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা থাকতেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।