Fshion news - জীবনযাপন ফ্যাশন বিয়ে উৎসব পানচিনিতে নতুনত্ব

.ইমি, ফারদীন 










বিয়ের সাজের আগেই কনেসাজের একটা মহড়া দিয়ে নেওয়া যেন পানচিনির সাজে। চিরায়ত কনেসাজ বাধ্যতামূলক নয়, আছে ইচ্ছেমতো সাজার স্বাধীনতা। পানচিনিতে কনেরা এখন তাই লেহেঙ্গাও পরছেন। পানচিনির সাজে ওড়নার ব্যবহার আর ব্লাউজের লম্বা হাতায় জমকালো নকশা নতুন ট্রেন্ড বলেই জানালেন ড্রেসিডেলের ডিজাইনাররা। এমনটাই দেখা গেল সেদিনের ফ্যাশন শোতেও।
এখন পানচিনির শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে বর্ণিল নকশার বাহার। ড্রেসিডেলের সাদা লেহেঙ্গায় মডেল ইমি পরেছিলেন পাঁচ লহরের মুক্তার সীতাপাটি। তবে শাড়িটা যদি জমকালো হয় তবে সাজে হালকা গয়নাটাই ভালো মানাবে বলে জানালেন রূপ-বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। মেকঅাপটা হালকা হলেও কখনো খোলা চুলে আবার কখনো খোঁপায় আনতে পারেন ট্র্যাডিশন্যাল লুক। পানচিনির অনুষ্ঠানে কখনো শেরওয়ানি আবার পাগড়ির সাথে পাঞ্জাবি পরছেন ছেলেরা।
পানচিিনর আয়োজনে পোশাক ও অনুষঙ্গ দিয়েছে ড্রেসিডেল। মডেল হয়েছেন ইমি, ফারদীন, আখিঁ, তানভীর, সুপ্রিয়া ও ওমায়ের।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts