ঘুষের
বিনিময়ে অদক্ষ লোক নিয়োগ ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপ-মহাব্যবস্থাপক
(ডিজিএম) এ কে এম শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)।
রবিবার দুদক কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের
সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ নোটিশ করেছেন। নোটিশে ১২ মার্চ সকাল
সাড়ে ৯টায় তাকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক
সূত্র জানায়, বিডিবিএলের জিএম আরফিনা বেগম, ব্যাংকের ডিজিএম এ কে এম
শফিকুল ইসলাম ও আরেক ডিজিএম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির
সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ব্যাংকের নিয়োগ দুর্নীতিতে তারা জড়িত। পরস্পর
যোগসাজশে তারা ঘুষের বিনিময়ে ব্যাংকে অবৈধভাবে অদক্ষ লোক নিয়োগ করেছেন।
এ
ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। চলতি
বছরের জানুয়ারি মাসে সুনির্দিষ্ট এ সব অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগ অনুসন্ধানে বিডিবিএলের জিএম আরফিনা বেগমকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।