Entertainment news - এক সপ্তাহে ফিফটি সেডসের আয় তিনশ মিলিয়ন ডলার

Fifty-Shades-of-Gray] 
কাগজ অনলাইন ডেস্ক: সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েই রেকর্ড গড়ল ফিফটি সেডস অব গ্রে। গত সপ্তাহে ভ্যালেন্টাইনস ডে উইকএন্ডে মুক্তি পায় বহুল আলোচিত এ সিনেমাটি। আর কোনো মহিলা পরিচালকের সিনেমা হিসেবে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
প্রথম তিন দিনেই সিনেমাটি ব্যবসা করেছিল ৮১.৭ মিলিয়ন ডলার। এছাড়া গত ১৯ তারিখ পর্যন্ত এক সপ্তাহে সিনেমাটি শুধু আমেরিকান বক্স অফিসে আয় করেছে ১০২ মিলিয়ন মার্কিন ডলার। এবং বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩১১ মিলিয়ন মার্কিন ডলার।
ফেব্রুয়ারির ১৩ তারিখে মুক্তি পাওয়া সিনেমার বক্স অফিস কালেকশনের হিসেবে এখনও পর্যন্ত ফিফটি সেডস অব গ্রে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে ২০০৪-এ মুক্তি পাওয়া চলচ্চিত্র প্যাশন অব দ্য ক্রাইস্ট। কঠোর ভাবে প্রাপ্তবয়স্কের সিনেমার তকমা পাওয়া সিনেমার মধ্যে ব্যবসার নিরিখে এখনও এক নম্বরে ফিফটি সেডস অব গ্রে। ডাকোটা জনসন ও জেমি ডোরনান অভিনীত এই সিনেমাটি তৈরিতে খরচ হয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে সমাজের সব স্তরের মানুষ সিনেমাটি দেখছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অব ডোমেস্টিক ডিস্ট্রিবিউশন নিক কার্পু। আর সেটাই আনন্দের বড় কারণ বলে জানিয়েছেন তিনি। শুধু বড় শহর নয়, ছোট শহরেও দর্শকও এই সিনেমাটিকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে উত্তর আমেরিকার ৬৮ শতাংশ দর্শকই মহিলা।
ব্রিটিশ লেখক ইএল জেমসের বেস্ট সেলার উপন্যাস অবলম্বনে স্যাম টেলর-জনসন পরিচালিত ফিফটি শেডস অফ গ্রে বিশ্বের অন্যান্য দেশেও যথেষ্ট সাড়া ফেলেছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts