অস্কারের
৮৭তম আসরে সেরা মৌলিক গান ‘গ্লোরি’ এর জন্য পুরস্কার পাওয়ার পর কাঁদলেন
লিজ্যান্ড ও কমন। ‘সেলমা’ ছবির গানটি গেয়েছেন জন লিজেন্ড ও র্যাপার কমন।
তাদের প্রকৃত নাম যথাক্রমে জন রজার স্টিফেন্স ও লনি রশীদ লিন জুনিয়র। এই
প্রথম অস্কার জিতলেন তারা।
সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার ঘোষণার আগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বৈচিত্র্যময় আয়োজনে জন লিজেন্ড ও র্যাপার কমন একসঙ্গে মঞ্চে গানটি পরিবেশন করেন। এ সময় ‘সেলমা’ ছবির অভিনেতা ডেভিড ওয়েলোয়ো, হলিউড অভিনেতা ক্রিস পাইন-সহ অনেকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ৩ হাজার ৩০০ আসনে বসে থাকা সব অতিথি তখন জন ও কমনকে দাঁড়িয়ে অভিবাদন জানান। পুরস্কার গ্রহণ করে তারা অনুভূতি জানানোর পরও দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই।
সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস।
সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার ঘোষণার আগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বৈচিত্র্যময় আয়োজনে জন লিজেন্ড ও র্যাপার কমন একসঙ্গে মঞ্চে গানটি পরিবেশন করেন। এ সময় ‘সেলমা’ ছবির অভিনেতা ডেভিড ওয়েলোয়ো, হলিউড অভিনেতা ক্রিস পাইন-সহ অনেকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ৩ হাজার ৩০০ আসনে বসে থাকা সব অতিথি তখন জন ও কমনকে দাঁড়িয়ে অভিবাদন জানান। পুরস্কার গ্রহণ করে তারা অনুভূতি জানানোর পরও দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই।
সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস।