Lifestyle news - জেনে নিন টিভির খোঁজ

বিশ্বকাপ উপলক্ষে বাজারে পাওয়া যাচ্ছে নানা রকমের টিভি। ছবি: অধুনা
    
শুরু হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেট। খেলা দেখার জন্য এই সময়টাতে ইলেকট্রনিকস বাজারে টেলিভিশনের কদর থাকে বেশ। বিশ্বকাপ উপলক্ষে নতুন টিভি যেমন পাওয়া যায়, তেমনি মেলে নানা মূল্যছাড় কিংবা উপহার। রাজধানীর বেশ কিছু বিক্রয়কেন্দ্র ঘুরে টিভির দরদাম ও খোঁজখবর দেওয়া হলো:
স্যামসাংট্রান্সকম ডিজিটাল বিশ্বকাপ উপলক্ষে স্যামসাং টিভিতে বিশেষ সুবিধা দিচ্ছে। ট্রান্সকম ডিজিটালের কারওয়ান বাজার শোরুম থেকে জানা যায়, বিভিন্ন মাপের (ইঞ্চি) টিভিতে ৩ হাজার ৫১০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে। ৫৫ ইঞ্চি এইচডি থ্রিডি টিভির মূল্য ছিল ২ লাখ ৬৯ হাজার, এখন এর দাম ১ লাখ ৯৯ হাজার টাকা। ৬০ ইঞ্চি এইচডি থ্রিডি টিভির দাম এখন ২ লাখ ৬৫ হাজার টাকা। ৪০ ইঞ্চি এইচডি থ্রিডি টিভি এখন ৯৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৪৮ ইঞ্চি এইচডি থ্রিডি টিভির দাম ১ লাখ ৬০ হাজার টাকা।
স্মার্ট টিভিগুলোও এখন আগের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ৫৬ হাজার টাকা, ৪০ ইঞ্চি স্মার্ট টিভি ৭১ হাজার টাকা, ৪৮ ইঞ্চি স্মার্ট টিভি ১ লাখ ৯ হাজার টাকা, ৩২ ইঞ্চি জয় প্লাস টিভি ৩৮ হাজার ৮০০ টাকা। ৪০ ইঞ্চি ৬১ হাজার ৫০০ টাকা, ৪০ ইঞ্চি এলইডি ফুল এইচডি টিভি ৫৭ হাজার ৫০০ টাকা। ৩২ ইঞ্চি এলইডি এইচডি টিভি ৩৫ হাজার ৯০০ টাকা এবং ২৩ ইঞ্চি এলইডি এইচডি টিভির দাম এখন ২৩ হাজার ৯৯০ টাকা। এছাড়াও প্রায় সব টিভিতে উপহার রয়েছে।
ট্রান্সটেক
৪২ ইঞ্চি টিভি আগের দাম ছিল ৪৭ হাজার ৫০০ টাকা। বর্তমান দাম ৪৬ হাজার ৫০০ টাকা। ১৯ ইঞ্চি টিভির দাম এখন ১৫ হাজার ৭০০ টাকা, ২৪ ইঞ্চি ২০ হাজার ৭০০ টাকা এবং ৩২ ইঞ্চি ২৯ হাজার ৯০০ টাকা।
সনি
সনি টিভিতেও আছে বিশেষ ছাড়। ৪৬ ইঞ্চি এইচডি টিভির দাম আগে ছিল ২ লাখ ৪০ হাজার টাকা, বর্তমান মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। ৪৬ ইঞ্চি ইন্টারনেট টিভির দাম এখন ২ লাখ ৭ হাজার টাকা, ৪০ ইঞ্চি ইন্টারনেট টিভি ৬৮ হাজার ৩১০ টাকা, ৪০ ইঞ্চি টিভি ৫৮ হাজার ৪১০ টাকা এবং ৪৮ ইঞ্চি টিভির দাম ৮০ হাজার ৯১০ টাকা।
৩২ ইঞ্চি ইন্টারনেট টিভি ৫৮ হাজার ৪১০ টাকা, ৪২ ইঞ্চি থ্রিডি টিভি ১ লাখ ১ হাজার ৬১০ টাকা, ৫৫ ইঞ্চি টিভি ৪ লাখ ৪০ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা এর বাইরে আরও ৫ শতাংশ মূল্যছাড়ে সনির টিভি কিনতে পারবেন।
ওয়ালটন
২৪ ইঞ্চি এলইডি টিভির দাম ছিল ২৬ হাজার ৯০০ টাকা, এখন বিক্রি হচ্ছে ২৩ হাজার ৯০০ টাকায়। ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ৩২ হাজার ১০০ টাকা, ৪২ ইঞ্চি এলইডি টিভির দাম ৫৮ হাজার ২১২ টাকা। ৫০ ইঞ্চি এলইডি টিভি দাম ৮০ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা বাড়তি ১০ শতাংশ মূল্যছাড় পাবেন।
সিঙ্গার বাংলাদেশ
১৯ ইঞ্চি এলইডি টিভির দাম আগে ছিল ১৬ হাজার ৫০০ টাকা, বর্তমান মূল্য ১৬ হাজার টাকা। ১৯ ইঞ্চি এইচডি এলইডি টিভি ১৫ হাজার ৬০০ টাকা, ২৪ ইঞ্চি এলইডি টিভি ২২ হাজার ৯০০ টাকা, ২৮ ইঞ্চি এলইডি টিভি ২১ হাজার ৬৫০ টাকা। ২৮ ইঞ্চি এলইডি আরেকটি মডেল ২৮ হাজার ৫০০ টাকা এবং ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম এখন ৩৫ হাজার ৯০০ টাকা।
৩২ ইঞ্চি এইচডি এলইডি টিভি ৩৯ হাজার ৫০০ টাকা, ৪০ ইঞ্চি এলইডি ৫৬ হাজার ৯০০ টাকা। ৪২ ইঞ্চি এলইডি ২৮ হাজার ৫০০ টাকা, ৪২ ইঞ্চি এলইডি আরেক মডেল ৫৯ হাজার ৯০০ টাকা। ৪৪ ইঞ্চি স্মার্ট এলইডি ৬৩ হাজার ৫০০ টাকা এবং ৫৫ ইঞ্চি স্মার্ট এলইডি টিভির দাম ২ লাখ ৪০ হাজার টাকা।
এলজি
বিশ্বকাপ উপলক্ষে এলজি টিভি কিনলে সঙ্গীসহ অস্ট্রেলিয়া গিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখে আসার সুযোগ পাওয়া যাচ্ছে। তাদের টিভিতেও আছে মূল্যছাড়। ৪৪ ইঞ্চি এলইডি ৭৬ হাজার ১৬০ টাকা, ৩২ ইঞ্চি ৩৫ হাজার ২৮০, ৩২ ইঞ্চি এলইডি ৩৮ হাজার ২৮০ টাকা, ৩২ ইঞ্চি থ্রিডি ৫৬ হাজার টাকা এবং ৩২ স্মার্ট এলইডি ৫৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
হেইজ অ্যান্ড হায়ার
বর্তমানে হেইজ অ্যান্ড হায়ারের ২৪ ও ৩২ ইঞ্চি এলইডি, ৪২ ও ৫০ ইঞ্চি স্মার্ট এলইডি, ৪২ ও ৫০ ইঞ্চি থ্রিডি, ২৪, ৩০, ৩২ ও ৪০ ইঞ্চি এলইডি এবং ২১ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে। প্রতিটি টিভিতেই থাকছে ৫ শতাংশ ছাড়।
মাইওয়ান
বিশ্বকাপ উপলক্ষে মাইওয়ান ২১ ইঞ্চি টিভিতে বিশেষ ছাড় দিচ্ছে। নির্দিষ্ট মডেলের এই টিভিটির দাম ছিল ১২ হাজার ৪০০ টাকা, এখন ৯ হাজার ৯৯৯ টাকা। বিজয় সরণিতে মাইওয়ানের করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপক ইজাজুন নাহার জানান, মাইওয়ান টিভির ১৪ ফ্ল্যাট, ২১ ফ্ল্যাট, ২১ ও ২৪ ইঞ্চি টিভিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
প্যানাসনিক
৩৯ ইঞ্চি এলইডি টিভির দাম ছিল ৬৫ হাজার টাকা, এখন পাওয়া যাচ্ছে ৫৫ হাজার টাকায়। ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম এখন ৩৫ হাজার ৫০০ টাকা, ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি ৪৬ হাজার টাকা, ৩২ ইঞ্চি এলইডি টিভি ৩০ হাজার টাকা এবং ৩৭ ইঞ্চি এলসিডি টিভির দাম ৪৯ হাজার টাকা।
কনকা ও হাইকো
তাদের এলইডি টিভি কিনলেই পাওয়া যাবে একটি স্ক্র্যাচ কার্ড। এটি ঘষে জিতে নিতে পারেন মালয়েশিয়া ভ্রমণের সুযোগ। উপহার হিসেবে আরও থাকছে মাইক্রোওয়েভ ওভেন, মূল্যছাড় ইত্যাদি। প্রতিটি টিভি কিনলে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি নিশ্চিত। এ ছাড়া ৫৫ ও ৬৫ ইঞ্চি স্মার্ট এলইডি টিভির সঙ্গে থাকছে উপহার।
টিভি কার্ড
বিশ্বকাপ উপলক্ষে টিভি কার্ডের বিক্রিও বেড়েছে। এলিফ্যান্ট রোডে ম্যাল্টিপ্লান সেন্টারে অবস্থিত মাস্টার কম্পিউটার অ্যান্ড টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান জানান, বিশ্বকাপ উপলক্ষে টিভির কার্ডের বিক্রি বেশ ভালো হচ্ছে। বর্তমানে অনেকেই কম্পিউটারের মনিটরের সঙ্গে টিভি কার্ড দিয়ে বিশ্বকাপ খেলা দেখছে। বর্তমানে বাজারে বিভিন্ন টিভি কার্ড বাজারে পাওয়া যাচ্ছে। মনিটর বা কম্পিউটারে এসব কার্ড লাগিয়ে টিভি দেখা যায়। দরদাম: গেডমি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। পারফেক্ট ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। ভ্যালুটপ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার। টিভি স্টিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts