মালিতে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত চার বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজন মেজর রয়েছেন। তারা হলেন- আশরাফ (এএমসি), শাহরিয়ার
(সিগনাল কোর) ও তুশিত বড়ুয়া (আর্মাড কোর)। আহত অন্যজন হলেন- শরিফুল (পদাতিক
সৈন্য)।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সাড়ে ৬টায় আফ্রিকার দেশ মালির টাবানকোর্টে বাংলাদেশ পদাতিক ইউনিটের একটি দলের টহল কার্যক্রমের সময় বিস্ফোরণ হয়। আহতরা ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সাড়ে ৬টায় আফ্রিকার দেশ মালির টাবানকোর্টে বাংলাদেশ পদাতিক ইউনিটের একটি দলের টহল কার্যক্রমের সময় বিস্ফোরণ হয়। আহতরা ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।