Fashion news - সৌন্দর্যচর্চার সঙ্গী অ্যাপস

বিউটিলিশ

স্মার্টফোন বা ট্যাবলেটে নামিয়ে নিতে পারেন সৌন্দর্যচর্চার নানা অ্যাপস।  মডেল: পিয়া বিপাশা। ছবি: নকশা


 






 
সৌন্দর্যচর্চার খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনই (অ্যাপ) যথেষ্ট। ছোটখাটো সমস্যা হচ্ছে ত্বকে, চুলের কোনো স্টাইল কীভাবে করবেন তা এক ঝলকেই দেখে নিতে পারেন স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে। নিয়মিত সৌন্দর্যচর্চার নিয়মাবলি, চুলের নানা স্টাইলের বিস্তারিত, পছন্দের ছবি সম্পাদনা, ফ্যাশনের খুঁটিনাটি সবকিছুই পাওয়া যাবে অ্যাপে। সে রকম কিছু অ্যাপের কথা জানা যাক।

বিউটিলিশসৌন্দর্যচর্চার নানা টিপস আছে এ অ্যাপে। সাজগোজের নতুন ধারা, সৌন্দর্যচর্চার টিপস, রিভিউ, চুলের সাজ, নখের ডিজাইন, কী নেই এতে! কোন ব্র্যান্ডের কোন পণ্য ভালো, সে বিষয়েও রয়েছে তথ্য। বিভিন্ন ধরনের ছবি রয়েছে এতে, যেখানে পছন্দ অনুযায়ী চুলের সাজ, নখের ডিজাইন ইত্যাদি করে কেমন দেখায় সেটি দেখা যাবে। এ ছাড়া প্রতিটি বিষয়ের ব্যাখ্যাসহ রয়েছে ভিডিও, যা দেখেও সাজগোজ করা যাবে। রয়েছে সৌন্দর্যের নানা বিষয় নিয়ে ফোরাম। এসব ফোরামে বিভিন্ন বিষয়ে যেমন রয়েছে আলোচনা, তেমনি পাওয়া যাবে সঠিক পরামর্শও।
নামানোর ঠিকানা: http://goo.gl/YJw1MM
বিউটিবুথবিউটিবুথসব ধরনের সৌন্দর্যচর্চার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে বিউটিবুথ। এ অ্যাপে সাজগোজ করে সে ছবি চাইলে সহজেই ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে ছেড়ে দেওয়া যায়। আছে চেহারা শনাক্তকরণ সুবিধা, ২৪টি আকর্ষণীয় চোখের বিশেষ আবহ, স্থান এবং আকার অনুযায়ী চোখের ছবি, ৩২টি সৌন্দর্য বিষয় ইফেক্ট, ত্বকের টিপস, ৩৫টি ছবির সীমানা, মূল ছবির সঙ্গে সাজগোজ শেষে পরিবর্তন দেখা ইত্যাদি। নিজের পছন্দ অনুযায়ী নিজেকে সাজাতে এ অ্যাপের জুড়ি নেই।
নামানোর ঠিকানা: http://goo.gl/BBzOSQ
পোজপোজফ্যাশনের আরেকটি অ্যাপ হচ্ছে পোজ। এতে বিভিন্ন পণ্যের খবর নিয়মিত জানান ব্লগাররা। এ ছাড়া বিশ্বখ্যাত সব তারকার প্রিয় পোশাক, কোন তারকার কী পছন্দ এসব তাৎক্ষণিকভাবেই জানা যাবে এ অ্যাপের সাহায্যে। রয়েছে বিশেষ স্টাইল ফাইন্ডার সুবিধা, যার সাহায্যে কারও ফ্যাশনের বিষয়গুলো ভালো লাগলে তাকে অনুসরণ করা যাবে। এ ছাড়া নিজের পছন্দের বিষয়গুলোও বন্ধুদের জানানো যাবে। নিজের ছবি নির্বাচন করে তাতে কোন পোশাক কেমন মানাবে, কোন সাজ কেমন দেখাবে কিংবা অন্যান্য সামগ্রী কোনটা কেমন দেখাবে সবই দেখা যাবে অ্যাপ দিয়ে।
নামানোর ঠিকানা: http://goo.gl/xK4SBT
স্ন্যাপেট শপিং অ্যান্ড ফ্যাশনস্
ন্যাপেট শপিং অ্যান্ড ফ্যাশনসময়টা নিত্যনতুন ফ্যাশনের। এ সময় নিজের সঙ্গে কোনটি মানানসই হবে, সেটি অ্যাপের সাহায্যেই জেনে নেওয়া যায়। স্ন্যাপেট অ্যাপ হাল ফ্যাশনের সব খবরই দেবে। এ অ্যাপটির সাহায্যে নিত্যনতুন ডিজাইনের পোশাক, জুতা, হাতব্যাগ এবং অন্যান্য সামগ্রীর খবর ছবিসহ পাওয়া যাবে। এ ছাড়া এসব পণ্য কোন ব্র্যান্ডেরটি ভালো, সে পরামর্শও রয়েছে। অ্যাপটি নারীদের জন্য তৈরি। এতে নতুন নকশার কিছু যুক্ত হলেই তাৎক্ষণিক নামানোর ঠিকানা
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts