Fashion news - হাল ফ্যাশনে আংটি

.হাতের গয়না বলতে এখন নজর কাড়ছে আংটিই। মডেল: অন্তরা, পোশাক ও আংটি: আড়ং, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

     







অনামিকায় নয়, আংটি এখন পরা হচ্ছে হাতের সব কটি আঙুলেই। ছোট্ট পাথর বা মুক্তা বসানো সোনার আংটির চলও কমে গেছে। এর বদলে দেখা যাচ্ছে কাঠ, পিতল, পুঁতি, মুক্তা, মিনা করা ও পাথরে নজরকাড়া নকশার বড় আংটি।
কথা হলো ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের সঙ্গে। তিনি জানান, এখন একটু বড় ও অসমান বা আঁকাবাঁকা আকৃতির আংটির চল এসেছে। কুর্তা বা ফতুয়ার সঙ্গে এ ধরনের আংটি বেশ মানিয়ে যায়। পরা যেতে পারে শাড়ি বা কামিজের সঙ্গেও। তবে দেশি পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার বড় আংটিই বেশি মানানসই বলে মনে করেন তিনি। পোশাকের রঙের সঙ্গে না মিলিয়ে বরং বিপরীত রঙের পাথর ও নকশার আংটি পরলেই বেশি ভালো দেখাবে। এ ক্ষেত্রে যেহেতু আংটিটাই বেশি দৃষ্টিগোচর হবে, তাই হাতে মোটা বালা, চুড়ি বা অন্য কিছু না পরাই ভালো। আর পরলেও তা হতে হবে খুব সাধারণ ও ছিমছাম। তবে চাইলে অন্য হাতে বালা অথবা ঘড়ি পরা যেতে পারে। অন্য সময় অনামিকাতে পরা হলেও আকারে বড় হওয়ায় এ ধরনের আংটি মধ্যমা, অর্থাৎ মাঝের আঙুলে পরা উচিত। কারণ, এটি দুই পাশের দুই আঙুলেরও কিছু অংশ ঢেকে রাখে।
.
গয়না ও পোশাক দুটিই জমকালো নকশার হলে ভালো দেখায় না। তাই পোশাক ও অনুষঙ্গের মধ্যে সব সময় ভারসাম্য বজায় রাখা উচিত। একটি জমকালো হলে আরেকটি হওয়া চাই ছিমছাম। লম্বা আঙুলে এ ধরনের আংটি দেখতে খুব সুন্দর। যাদের হাত বেশি রোগা এবং আঙুলগুলো ছোট, তাঁদের বড় আংটি এড়িয়ে যাওয়াই ভালো। তবে তাঁরা তখন উঁচু আংটি না পরে বড় কিন্তু সমতল নকশার আংটি বেছে নিতে পারেন, বললেন লিপি খন্দকার।
পোশাকের সঙ্গেই মিলতেই হবে তা নয়, বেছে নিতে পারেন পছন্দের যেকোন নকশার আংটি
আড়ংয়ের গয়না বিভাগের ডিজাইনার শাহিদা আক্তার জানান, তাঁদের সংগ্রহে রয়েছে রুপা, পাথর, কাঠ, মুক্তা ও মিনা করা আংটি। নকশায়ও রয়েছে নানা বৈচিত্র্য। কাঠের বড় আংটিগুলো দেখতে ভারী মনে হলেও তা আসলে অনেক হালকা। আকারে বড় হলেও যেন কাজের সময় অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই আংটিগুলোর নকশা করা হয়েছে। শাহিদার মতে, পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে নতুনত্ব আনতে এ রকম বড় ও ভিন্নধর্মী নকশার আংটি পরা যেতে পারে। চুড়ি বা ব্রেসলেটের বদলে আংটিতেই এখন বেশি স্টাইলিশ দেখাবে।
কোন পোশাকের সঙ্গে কী ধরনের আংটি ভালো দেখাবে, তা নির্ভর করে পোশাক ও আংটির নকশার ওপর। আজকাল অনেককে ফাংকি টাইপের কিছু আংটিও পরতে দেখা যাচ্ছে। অনলাইন দোকান অরেঞ্জ থিওরির সংগ্রহে আছে বেশ মজার ও ভিন্নধর্মী কিছু আংটি। চিঠির খাম, কমলালেবু, টেলিভিশন প্রভৃতি যদি আংটি হিসেবে পাওয়া যায়, তাহলে মন্দ কী! তাদের কোনো কোনো আংটিতে আবার ফুটে উঠছে রবীন্দ্রনাথ কিংবা উত্তম-সুচিত্রার ছবি।
বাজার ঘুরে দেখা গেল, এ ধরনের আংটিগুলো বেশির ভাগই গোল, বরফি, তিন কোনা ও ডিম আকৃতির। এতে ধাতু ও রং-চঙে পাথরই বেশি ব্যবহৃত হচ্ছে। এগুলো পাওয়া যাচ্ছে বিবিয়ানা, আড়ং, রঙ, অঞ্জনস, আইডিয়াস ইত্যাদি ফ্যাশন হাউসে। এ ছাড়া পাওয়া যাবে বিভিন্ন অনলাইন দোকানে।
আংটির আকৃতিতেও এসেছে পরিবর্তন
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts