Fshion news - গায়েহলুদে ফুলেল সাজে

 








হলুদে কনের পোশাকে চিরায়ত হলুদ রংটাই বেশি মানায় বলে জানান রঙের ডিজাইনার বিপ্লব সাহা। গায়েহলুদের সাজে মডেল রুমার পরনের শাড়িটাতে দেখা গেল হলুদের সঙ্গে সবুজের সংমিশ্রণ। পুরো শাড়িতে ছিল ফুলেল নকশার কাজ। গায়েহলুদের সাজে কনের পরনে ছিল সাদা ও হলুদ মাম ফুলের গয়না। এদিকে গায়েহলুদের অনুষ্ঠানে কনের মতোই একই নকশা ও রঙের শাড়ি পরতে দেখা যায় বাড়ির মেয়েদের। রং আর নকশা একই হলেও শাড়ি পরার স্টাইলের মধ্য দিয়ে আনতে পারেন ভিন্নতা। হলুদের কনের সাজে হলুদের ছটা থাকলেও বরের পোশাকে ছিল লাল রঙের পরশ।
গায়েহলুদের পোশাকগুলোর নকশা করেছেন বিপ্লব সাহা আর গয়না দিয়েছে স্পিকিং রোজেস।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts