ঈদের রাতে ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে চুলের সাজেও থাকা চাই উৎসবের আমেজ। শাড়িটা কাতান, বেনারসি বা হাফসিল্ক হলে চুলের সাজটা কেমন হবে তা দেখে নিন এবার।
হালকা সাজেই আভিজাত্য
গাঢ় রঙের কাতান শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এমন সাজ। এই ধরনের শাড়ির সঙ্গে পরতে পারেন সোনালি রঙা স্লিভলেস ব্লাউজ। চোখের ওপরের দিকে একটু মোটা করে কাজল টেনে দিতে পারেন সোনালি রঙা আইশ্যাডো। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাগাতে পারেন ম্যাট কোনো লিপস্টিক। চুলগুলোকে নিচের দিকে রোলার দিয়ে পেঁচিয়ে একটু কোঁকড়ানো ভাব এনে ছেড়ে দিন।
কোঁকড়া চুলে...
নীল বেনারসি বা কাতান শাড়িতে জমকালো সাজ ফুটিয়ে তুলতে চুলগুলোকে ক্রিম্প করে ছেড়ে দিতে পারেন। এ সময় চোখের সাজে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে কাজল আর আইশ্যাডোর ব্যবহারে ফুটিয়ে তুলতে পারেন স্মোকি ভাব। ঠোঁটে পরতে পারেন মিষ্টি কোনো রঙের গ্লসি লিপস্টিক।
ঐতিহ্যবাহী শাড়িতে বাঙালিয়ানা
আবির রঙা লাল আর সবুজ পাড়ের শাড়ির সঙ্গে চুলের সাজে থাকতে পারে বাঙালিয়ানার ছোঁয়া। চুলগুলোকে মাঝবরাবর ব্যাককোম্ব করে ক্লিপ আটকে দিন। এবার পেছনের চুলগুলোকে একটু পাফ করে খোঁপা করে নিন। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে চোখে লাগাতে পারেন সবুজ রঙের আইশ্যাডো। কানে মণিপুরি ঝুমকার সঙ্গে গলায় পরতে পারেন চিকন চেইন।
চুলের সাজে আধুনিকতা
রাতের সাজে পরতে পারেন গোলাপি রঙের সিল্ক বা বেনারসি শাড়ি। এ সময় রোলার দিয়ে চুলগুলোতে হালকা ঢেউখেলানো ভাব আনুন। সামনের চুলগুলোকে একদিকে ক্লিপ দিয়ে আটকে নিন। পেছনের চুলগুলোতে এলোমেলো খোঁপা করে তার ওপরে কিছু চুল ছড়িয়ে দিন।