শুধু ‘রংচটা জিনসের প্যান্ট’ পরলেই যুবকটি ফ্যাশনেবল হবেন-এ ধারণা নব্বইয়ের দশকের। জিনস তো আছেই, আজকাল কদর বেড়েছে গ্যাবার্ডিন প্যান্টের। নানা রঙের পাশাপাশি গ্যাবার্ডিন প্যান্টের কাটেছাঁটেও তাই এসেছে নতুনত্ব।
ফ্যাশন হাউস মেনজ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার মাহমুদুল হেলাল বলেন, ‘তরুণদের পাশপাশি মধ্যবয়সী পুরুষেরাও সেমিফরমাল বা ক্যাজুয়াল লুকের জন্য বেছে নিচ্ছে গ্যাবার্ডিন প্যান্ট। আমরা সাধারণত টুইল ও জিন এই দুইটা কাপড়ে প্যান্ট তৈরি করছি। এতে করে গ্যাবার্ডিনের সাধারণ দর্শনের বাইরে কিছুটা নতুনত্ব এসেছে। এই প্যান্টগুলো জিনসের মতো ভারী নয় বলেও অনেকে পছন্দ করেন।’
গত বছর থেকেই নানা ধরনের উজ্জ্বল রঙের গ্যাবার্ডিন প্যান্টের চল দেখা যাচ্ছে। আগাগোড়া ঢোলা প্যান্টের বদলে এখন বেশি চলছে ন্যারো শেপ। প্যান্টের পকেট ও পাশে নানা ধরনের কাট ও নকশা চোখে পড়ছে। ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল মনে করেন, গ্যাবার্ডিন প্যান্ট ক্যাজুয়াল ও সেমিফরমাল দুই ধরনের লুকেই সহজে মানিয়ে যায় বলে এর চাহিদা বাড়ছে। সাধারণত অনেক অফিসে একটি দিন থাকে কিছুটা ঢিলেঢালা। সেই ‘ক্যাজুয়াল ডে’তে শার্টের সঙ্গে একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে যেতে পারেন। এ ছাড়া কলারওয়ালা টি-শার্টের সঙ্গে রঙের কনট্রাস্ট করেও পরতে পারেন প্যান্ট।
যেমনটা পাবেন বাজারেরেগুলার ও ন্যারো এই দুই ধরনের শেপের প্যান্ট পাবেন বাজারে। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান জানালেন, ন্যারো শেপের গ্যাবার্ডিন প্যান্ট দিয়ে কলারওয়ালা টি-শার্ট বা শার্ট পরলে সহজে মানিয়ে যাবে। তবে যাঁরা ন্যারো প্যান্টে স্বাচ্ছন্দ্য নন তাঁদের জন্য আছে সেমি ন্যারো বা নিয়মিত (রেগুলার) কাটের গ্যাবার্ডিন। প্যান্টে রঙের উজ্জ্বলতাকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। আর তাই ডিজাইনাররাও লাল থেকে শুরু করে নীল, কমলা, জলপাই, হলুদ, খয়েরি, ধূসর, খাকিসহ নানা রঙের প্যান্ট তৈরি করছেন।
অনেক প্যান্টের নিচের দিকে ভেতরে ব্যবহার করা হয়েছে ভিন্ন রঙের কাপড়। যেটা ভাঁজ করে পরলে স্টাইলিশ দেখাবে। এ ছাড়া ওপরের দিকে কোমরের অংশে বা প্যান্টের দুই পাশ দিয়ে চিকন করে ভিন্ন রঙের কাপড়ের রেখা টানা আছে। কোনো কোনো প্যান্টের বিভিন্ন স্থানে সুতির লেইসের ব্যবহারও চোখে পড়বে।
দরদামসাধারণ কাপড়ের প্যান্ট কিনতে চাইলে দাম পড়বে ৪৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া ব্র্যান্ডের ভালো মানের গ্যাবার্ডিন প্যান্ট ১২০০ থেকে ৩০০০ টাকার মধ্যে কেনা যাবে।
যেখানে কিনতে পারেনরাজধানীর প্রায় সব পোশাকের দোকানেই কিনতে পাবেন গ্যাবার্ডিন প্যান্ট। তবে কাটে ভিন্নতা পেতে চাইলে ঘুরে আসতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের দোকান যেমন: মেনজ ক্লাব, ওটু, ফ্রিল্যান্ড, ব্যাঙ, আর্টিস্টি, ডোরস, ইনফিনিটি, ইয়েলো, ক্যাটস আই, জেন্টল পার্ক, স্মার্টেক্স ইত্যাদি। এ ছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, গুলশান-১ ডিসিসি মার্কেট, শ্যামলী স্কয়ারসহ নানা স্থানে কিনতে পারেন গ্যাবার্ডিন প্যান্ট।